হোম > অর্থনীতি

তিন কোম্পানির শেয়ার কারসাজি, সাত প্রতিষ্ঠান ও ১২ ব্যক্তিকে ১৩৪ কোটি জরিমানা

আজকের পত্রিকা ডেস্ক­

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ার কারসাজির দায়ে সাত প্রতিষ্ঠান ও ১২ ব্যক্তিকে মোট ১৩৪ কোটি ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৯৩৫ তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, ২০২০ সালের ৩ আগস্ট থেকে ২০২১ সালের ২০ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের শেয়ারে কারসাজি করেছে একটি চক্র। এই চক্রে বিনিয়োগকারীর পাশাপাশি সিটি জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি ও আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড অংশ নেয়। তাই এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। একইভাবে ওরিয়ন ফার্মা এবং ওরিয়ন ইনফিউশন কোম্পানির শেয়ার কারসাজির দায়ে বিকন ফার্মাসিউটিক্যালস, বিকন মেডিকেয়ার, নাবিল নাবা ফুডস, নাবিল ফিড মিলস লিমিটেড এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জরিমানা করা হয়েছে।

বিএসইসির তথ্যমতে, দুই দফায় বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের শেয়ারে কারসাজি হয়। এর মধ্যে প্রথম দফায় কারসাজির দায়ে সিটি জেনারেল ইনস্যুরেন্স কোম্পানিকে ৮৫ লাখ টাকা এবং আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডকে ৭ কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ দফায় সমীর সেকান্দারকে ১০ লাখ, মেহের সেকান্দারকে ১০ লাখ, আবু সাদাত মো. সায়েমকে ৪ কোটি ৯০ লাখ ও আব্দুল মবিন মোল্লাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

দ্বিতীয় দফায় শেয়ার কারসাজির কারণে সমীর সেকান্দারকে ২৩ কোটি ২৫ লাখ, মেহের সেকান্দারকে ৪২ লাখ, আবু সাদাত মো. সায়েমকে ১৭ কোটি ও অনিকা ফারহীনকে ৭ কোটি ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল নজরদারি করবে এনবিআর

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প

আগুনে পুড়ে যাওয়া নোট বদলে অপেক্ষা ৮ সপ্তাহ

সমন্বয়হীনতা ও অবহেলায় থমকে প্রকল্পের কাজ