হোম > অর্থনীতি

শুল্ক ফাঁকি ঠেকাতে স্বর্ণের নতুন সংজ্ঞা সংযোজনের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে কাস্টমস শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ আনার প্রবণতা বাড়ছে। তাই যাত্রীদের ব্যাগেজ বিধিমালায় স্বর্ণালংকারের সংজ্ঞা সংযোজন করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। 

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপনকালে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ তথ্য জানিয়েছেন। দেশের ১৮ তম অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবারই প্রথম বাজেট পেশ করেছেন। এটি দেশের ৫৩ তম বাজেট। 

অর্থমন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে কাস্টমস শুল্ক ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে স্বর্ণালংকারের মধ্যে অলংকার সদৃশ রাফ ডিজাইনের গোল্ড (২৪ ক্যারেটের স্বর্ণ) আনার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। তাই যাত্রী (অপর্যটক) ব্যাগেজ (আমদানি) বিধিমালা—২০২৩ এর বিধি—২ এ স্বর্ণালংকারের সংজ্ঞা সংযোজন করার প্রস্তাব করছি।’ 

অর্থমন্ত্রী বলেন, ‘বিধি—৩ এর উপবিধি (৪)—এ উল্লিখিত বিধানে যাত্রীর সঙ্গে আনা হয়নি এরূপ ব্যাগেজ সব ধরনের শুল্ককর পরিশোধ ছাড়া খালাসের পরিবর্তে বাণিজ্য সমতার স্বার্থে শুল্ককর পরিশোধ সাপেক্ষে খালাস করার বিধান প্রতিস্থাপন করার সুপারিশ করছি। বিধি—৩ এর উপবিধি (৫)—এ উল্লিখিত বিধানে দুটি মোবাইল ফোন সব ধরনের শুল্ক-কর পরিশোধ ব্যতিরেকে খালাসের বিধান এবং শুল্ক-কর পরিশোধ সাপেক্ষে একটি নতুন মোবাইল ফোন আমদানি করার বিধান প্রতিস্থাপন করার সুপারিশ করছি।’

ভরসার বিমায় হতাশার ছায়া

মিডিয়াকমের ব্যাডমিন্টন টুর্নামেন্টের শিরোপা পেল নিউজ ২৪

এনআরবি ব্যাংকের বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংকের ‘বিজনেস পলিসি ও প্ল্যানিং কনফারেন্স’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন শুরু

ইবিএল প্রধান কার্যালয়ে ‘আর্থিক তথ্য প্রকাশ’ বিষয়ে কর্মশালা

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার’ সম্মেলন অনুষ্ঠিত

জুলস পাওয়ারের এমডি প্রয়াত নুহের লতিফকে বনানীতে সমাহিত

অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ বিনা মূল্যে দেখা যাবে টফিতে

পর্দা নামল ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক প্রদর্শনীর

সেকশন