হোম > অর্থনীতি

নিত্যপণ্যের দাম নিয়ে চার মন্ত্রী বসছেন আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জিনিসপত্রের দাম সহনীয় রাখার বিষয়ে আজ বৈঠকে বসছেন চার মন্ত্রী। অর্থমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠেয় এ বৈঠকে কৃষিমন্ত্রী আব্দুস শহীদ, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু অংশ নেবেন। উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। বৈঠকে মূলত চাল, আটা, তেল, চিনি, আলু, পেঁয়াজ, গরুর মাংস, ডিম ও পোলট্রি পণ্যের মূল্য নিয়ন্ত্রণে কারসাজিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।

বিভিন্ন পণ্যের উৎপাদন ও আমদানি পরিস্থিতির সঙ্গে চাহিদা বিশ্লেষণ করে ঘাটতি চিহ্নিত করা এবং রমজানের আগে ঘাটতি মেটাতে পণ্য আমদানি সহজ করার বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পাশাপাশি ঘোষিত মুদ্রানীতি ও রাজস্বনীতির মধ্যে সমন্বয় ঘটিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উপায় নির্ধারণ করার বিষয়টিও আলোচনায় থাকবে।

অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, রোববারের বৈঠকে চাল, চিনি, তেল, পেঁয়াজ, লবণ, আটাসহ বিভিন্ন নিত্যপণ্যের প্রকৃত উৎপাদন ও চাহিদার যথাযথ পরিসংখ্যান নির্ধারণ করা হবে। প্রায়ই চাহিদার তুলনায় উৎপাদন ও আমদানির পরিমাণ বেশি হওয়া সত্ত্বেও বাজারে পণ্যসংকট দেখা দেয়। তাই প্রকৃত উৎপাদন, আমদানি ও চাহিদার পরিসংখ্যান নির্ধারণের উপায় নির্ধারণ করা হবে।

বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাগুলোর পাশাপাশি কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাগুলোকেও সক্রিয় করার উপায় নির্ধারণ করা হবে। এসব সংস্থা নিয়মিত বাজারে মজুতদার ও কারসাজিকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ইস্টার্ন ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন

আইএমইডির নভেম্বর মাসের প্রতিবেদন: এডিপি বাস্তবায়নে বড় ধাক্কা

ডলারের বিপরীতে রুপির আরও দরপতন

যুক্তরাষ্ট্রে ব্যাংকিং লাইসেন্সের আবেদন করল পেপ্যাল

সোনার দাম ভরিতে ১৪৭০ টাকা বাড়ল

শেভরনের সহায়তায় সিলেটে ৬০ প্রতিবন্ধী ব্যক্তির স্বাভাবিক জীবনে ফেরা

আরও ১৪ কোটি ১৫ লাখ ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

দিনে ১৭২৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিল সরকার

ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার

এখন থেকে মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে নগদে