বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ম্যানচেস্টার থেকে বাংলাদেশগামী যাত্রীদের জন্য বিশেষ মূল্য ছাড় দেওয়া হচ্ছে। ৬০ ঊর্ধ্ব বয়স্ক যাত্রীদের জন্য ৩০ শতাংশ এবং অন্য যাত্রীদের জন্য ২০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের মহাব্যবস্থাপক, জনসংযোগ বোসরা ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ ছাড়ের তথ্য জানা যায়।
এই মূল্য ছাড় ৩১ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে। আর এটি কেবল ম্যানচেস্টার থেকে বাংলাদেশে আসার জন্য প্রযোজ্য হবে। যাত্রীরা বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট, মোবাইল অ্যাপস, কল সেন্টার ১৩৬৩৬, বিমানের নিজস্ব সব সেলস সেন্টার এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে টিকিট কিনতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।