Ajker Patrika
হোম > অর্থনীতি

বিদেশি বিনিয়োগের প্রতিবন্ধকতা দ্রুত সমাধান করবে বিডা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিদেশি বিনিয়োগের প্রতিবন্ধকতা দ্রুত সমাধান করবে বিডা

দেশে বিদেশি বিনিয়োগ আসার ক্ষেত্রে যে ধরনের প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো দ্রুত সমাধানের কথা জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিডার কনফারেন্স কক্ষে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। 

দেশে বিদেশি বিনিয়োগ সম্প্রসারণের জন্য ফিকির প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে আশিক চৌধুরী বলেন, ‘আপনারা এফডিআই অর্জনের জন্য বহির্বিশ্বে বাংলাদেশের দূত হিসেবে কাজ করে থাকেন। আপনাদের মাধ্যমেই বিদেশে বাংলাদেশের প্রচার ঘটে। দেশে-বিদেশি বিনিয়োগ আসে।’ 

বিনিয়োগের জন্য বাংলাদেশ নিরাপদ স্থান দাবি করে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক বলেন, ‘বাংলাদেশ বরাবরই বিশ্বের অন্যতম নিরাপদ বিনিয়োগ গন্তব্য। আমরা আশা করছি, বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে বর্তমানে যে সমস্ত চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা রয়েছে তা আমরা দ্রুতই সমাধান করতে পারব।’ এ ছাড়া বৈদেশিক বিনিয়োগ উন্নয়নে বিডা ও ফিকির এক টিম হিসেবে কাজ করার প্রত্যয়ও জানান তিনি। 

বিডা ও ফিকির মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। গেস্ট অব অনার হিসেবে ভার্চুয়ালি যোগ দেন নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ফিকির সভাপতি জাভেদ আখতার। সভাপতিত্ব করেন বিডার সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম। 

এর আগে, খন্দকার আজিজুল ইসলাম ও জাভেদ আখতার বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, পরিস্থিতি, নীতিমালা, বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন আইনের চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা এবং বর্তমান প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) চিত্র তুলে ধরেন। এ সময়ে বিডা ও ফিকির কাজ এবং দেশে বিনিয়োগের তথ্য তুলে ধরা হয়। 

প্রধান অতিথি লুৎফে সিদ্দিকী বিনিয়োগের ধারাবাহিকতা রক্ষা করে নতুন নতুন বিনিয়োগের ক্ষেত্র তৈরির আহ্বান জানান। বেশি হারে বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য বিডা ও ফিকিকে যাবতীয় চ্যালেঞ্জ মোকাবিলা করে এক হয়ে কাজ করার পরামর্শ দেন। 

ড. খন্দকার আজিজুল ইসলাম বিডার সেবার কথা উল্লেখ করে ফিকির প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, ‘গ্লোবাল নেটওয়ার্ক তৈরির মাধ্যমে এফডিআই আকর্ষণের অনুরোধ জানাই। বিনিয়োগকারীদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য বিডা সব সময় প্রস্তুত।’

রাজধানীতে শুরু হচ্ছে নারী উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাণিজ্য মেলা

স্বাধীনতার পর প্রথম পাকিস্তানের পতাকাবাহী জাহাজ আসছে বাংলাদেশে, প্রস্তুত মোংলা বন্দর

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

জা এন জি ইন্টার ইউনিভার্সিটি ভিআর ক্রিকেট চ্যালেঞ্জের ফাইনাল অনুষ্ঠিত

সয়াবিন তেল ও লেবুর দাম ভোগাচ্ছে ক্রেতাদের

বেপজায় রিং শাইনের জমির ইজারা বাতিল

হামদর্দের চিফ মোতোয়ালি ড. হাকিম মো. ইউছুফ হারুনের জন্মদিন উদ্‌যাপিত

সোনালী পেপারের শেয়ার কেলেঙ্কারিতে সাকিব আল হাসান জড়িত

৪৩৯ কোটি টাকার বিমা দাবি পরিশোধ গার্ডিয়ান লাইফের

আলু সংরক্ষণে ভাড়া বেঁধে দিল কৃষি বিপণন অধিদপ্তর