নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল ব্যাংকের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে এ তথ্য জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
অর্থমন্ত্রী বলেন, আর্থিক খাতে স্মার্ট বাংলাদেশের ভিত মজবুত করার লক্ষ্যে ২০২৩ সালের ২৫ অক্টোবর দুটি ডিজিটাল ব্যাংকের অনুকূলে লেটার অব ইনটেন্ট দেওয়া হয়েছে। ডিজিটাল ব্যাংকের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, ডিজিটালাইজেশনের কাজ চলছে। ইতিমধ্যে লেনদেনে আধুনিক ছোঁয়া লেগেছে। লেনদেনে এখন প্রযুক্তির ছোঁয়া লেগেছে। মানুষ ঘরে বসেই লেনদেন করছে। এরই ধারাবাহিকতায় সরকার আগামী ২০২৭ সাল নাগাদ ৭০ শতাংশ লেনদেন পেপারলেস করতে চায়। ২০৪১ নাগাদ শতভাগ পেপারলেস লেনদেনের লক্ষ্যমাত্রা রয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর উত্থাপিত প্রস্তাবিত বাজেটের আকার সাত লাখ ৯৭ হাজার কোটি টাকা। ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ প্রতিপাদ্যে এ বাজেট বিদায়ী ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেটের তুলনায় ৪ দশমিক ৬০ শতাংশ বেশি। টাকার অঙ্কে ৩৫ হাজার ২১৫ কোটি টাকা বেশি। বিদায়ী অর্থবছরের বাজেটের আকার সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।