হোম > অর্থনীতি

‘এলজি ওলেড ইভো সি-৪’ সিরিজের টিভি বাজারে আনল র‍্যাংগস ইলেকট্রনিকস

বিজ্ঞপ্তি

‘এলজি ওলেড ইভো সি-৪’ সিরিজের টিভি বাজারে আনল র‍্যাংগস ইলেকট্রনিকস। ছবি: সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস কোম্পানি এবং বাংলাদেশে এলজি ইলেকট্রনিকসের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড প্রথমবারের মতো বাংলাদেশে এলজি ওলেড ইভো সি-৪ সিরিজের টিভি উদ্বোধন করেছে।

র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের পক্ষ থেকে ভাইস চেয়ারপারসন সাচিমি হোসেন, ম্যানেজিং ডিরেক্টর একরাম হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বিনাস হোসেন এবং এলজি ইলেকট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর, মি জেরাল্ড চোন যৌথভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ জেনারেল ম্যানেজার মোহাম্মদ জানে আলমসহ র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড ও এলজি ইলেকট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারা।

ক্রেতাদের নতুন সিরিজের প্রতি আকর্ষণের কথা চিন্তা করে র‍্যাংগস ইলেকট্রনিকস বরাবরই প্রিমিয়াম সিরিজ টিভি সবার আগে বাজারজাত করে আসছে। এরই ধারাবাহিকতায় ঢাকার বাংলামোটরের সোনারতরী টাওয়ারে এলজি ওলেড ইভো সি-৪ সিরিজ বাংলাদেশের বাজারে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। নতুন সিরিজের এ টিভিসহ এলজির সব পণ্য পাওয়া যাবে দেশব্যাপী র‍্যাংগস ইলেকট্রনিকসের বিভিন্ন শোরুম ও অনলাইন স্টোরে (shop.rangs.com.bd)।

উদ্বোধনী অফার হিসেবে এলজি ওলেড ইভো সি-৪-এর সঙ্গে থাকছে ফাইভ স্টার হোটেল দ্য কক্স টুডেতে ৩ দিন ২ রাতের কাপল ট্যুর প্যাকেজ।

লেটেস্ট মডেলের এই টিভিতে ব্রাইটনেস বুস্টার থাকার কারণে আগের তুলনায় ৩০ পারসেন্ট বেশি ব্রাইট ডিসপ্লে পাওয়া যাবে। আলফা ০৯,০৭ জেনারেশন প্রসেসর ব্যবহৃত হওয়ার জন্য যেকোনো গেম খেলা যাবে একদম নিরবচ্ছিন্নভাবে। ভার্চুয়াল ৯.১. ২ আপ-মিক্স অবজেক্ট বেজড ৩ডি সারাউন্ড সাউন্ড সিস্টেমে উপভোগ করা যাবে অনন্য সাউন্ড অ্যান্ড মিউজিক। আরও থাকছে আলট্রা স্লিম ডিজাইন এবং হ্যান্ডস-ফ্রি ভয়েস কমান্ড। চোখের প্রশান্তি দেয় এমন ডিসপ্লে টেকনোলজি ব্যবহার করার জন্য ৫০ পারসেন্ট কম ক্ষতিকর বেগুনি রশ্মি ও ফ্লিকার-ফ্রি টিভি দেখার অভিজ্ঞতা পাওয়া যাবে এই টিভিতে।

র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড গত ৪০ বছর থেকে বাংলাদেশের বাজারে অফিশিয়াল ইলেকট্রনিকস পণ্য বাজারজাত করছে ও নিশ্চিত করে যাচ্ছে অফিশিয়াল বিক্রয়-উত্তর সেবা।

আইএমইডির নভেম্বর মাসের প্রতিবেদন: এডিপি বাস্তবায়নে বড় ধাক্কা

ডলারের বিপরীতে রুপির আরও দরপতন

যুক্তরাষ্ট্রে ব্যাংকিং লাইসেন্সের আবেদন করল পেপ্যাল

সোনার দাম ভরিতে ১৪৭০ টাকা বাড়ল

শেভরনের সহায়তায় সিলেটে ৬০ প্রতিবন্ধী ব্যক্তির স্বাভাবিক জীবনে ফেরা

আরও ১৪ কোটি ১৫ লাখ ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

দিনে ১৭২৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিল সরকার

ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার

এখন থেকে মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে নগদে

তৈরি পোশাক রপ্তানি: ইইউ-যুক্তরাষ্ট্রের বাইরে সম্ভাবনা জাপানে