নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে রেমিট্যান্স প্রবাসী আয় আসার দিক থেকে ৯টি বিভাগের মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। অপরদিকে সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে রংপুর। এছাড়া জেলাওয়ারী হিসাবেও প্রবাসী আয়ে শীর্ষে রয়েছে ঢাকা জেলা এবং সবচেয়ে কম রেমিট্যান্স পাঠান লালমনিরহাট জেলার প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের অক্টোবরে ঢাকা বিভাগে প্রবাসী আয় এসেছে ১১৩ কোটি ৩৯ লাখ ডলার। আর এর আগে সেপ্টেম্বরে ঢাকা বিভাগে প্রবাসী আয় এসেছিল ১১২ কোটি ৭৮ লাখ ডলার। সেই হিসাবে এক মাসে ঢাকা বিভাগে প্রবাসী আয় বেড়েছে ১ কোটি ৩৮ লাখ ডলার। এই সময়ে ঢাকা বিভাগের ১৩টি জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ঢাকা জেলায় ৭৫ কোটি ডলার। আর সবচেয়ে কম এসেছে রাজবাড়ী জেলায় ১ কোটি ডলার।
প্রতিবেদন বলছে, প্রবাসী আয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ। চলতি বছরের অক্টোবরে চট্টগ্রাম বিভাগে প্রবাসী আয় এসেছে ৬৯ কোটি ডলার। আর সেপ্টেম্বরে চট্টগ্রাম বিভাগে প্রবাসী আয় এসেছিল ৬৬ কোটি ৫৬ লাখ ডলার। সেই হিসাবে এক মাসে চট্টগ্রাম বিভাগে প্রবাসী আয় বেড়েছে ২ কোটি ৪৮ লাখ ডলার। এই সময়ে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে চট্টগ্রাম জেলায় ২০ কোটি ৭৪ লাখ ডলার। আর সবচেয়ে কম এসেছে বান্দরবান জেলায় ১৬ লাখ ডলার।
প্রতিবেদন বলছে, প্রবাসী আয়ে সবচেয়ে পেছনে রয়েছে রংপুর বিভাগ। চলতি বছরে অক্টোবরে রংপুর বিভাগে প্রবাসী আয় এসেছে ৩ কোটি ৮৬ লাখ ডলার। আর এর আগে সেপ্টেম্বরে রংপুর বিভাগে প্রবাসী আয় এসেছিল ৪ কোটি ৪৫ লাখ ডলার। সেই হিসাবে এক মাসে রংপুর বিভাগে প্রবাসী আয় কমেছে ৫৯ লাখ ডলার। এই সময়ে রংপুর বিভাগের ৮টি জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে রংপুর জেলায় ১ কোটি ৩ লাখ ডলার। আর সবচেয়ে কম এসেছে লালমনিরহাট জেলায় ১৯ লাখ ডলার।