হোম > অর্থনীতি

এলপিজি ও অটোগ্যাসের দাম কমল

ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৯৩ টাকা থেকে ৩০ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ সোমবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান নুরুল আমিন এক সংবাদ সম্মেলনে নতুন এ দাম নির্ধারণের কথা জানান।

বিইআরসি একই সঙ্গে প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করেছে ১১৩ টাকা ৫৫ পয়সা। অন্যান্য ওজনের এলপিজি সিলিন্ডারের দামও কমানো হয়েছে।

কমিশন যানবাহনের জ্বালানি অটোগ্যাসের দামও কমিয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৬২ টাকা ৫৩ পয়সা। যা গত মে মাসে ছিল ৬৩ টাকা ৯২ পয়সা।

এলপিজি ও অটোগ্যাসের নতুন এই দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, সৌদি কোম্পানি আরামকো জুন মাসের জন্য প্রোপেন এবং বিউটেনের দাম যথাক্রমে প্রতি মেট্রিক টন ৫৮০ দশমিক ৬০ মার্কিন ডলার ও ৫৬৫ মার্কিন ডলার নির্ধারণ করেছে। এতে প্রতি মেট্রিক টন এলএনজির দাম ৫৭০ দশমিক ২৫ মার্কিন ডলার দাঁড়ায়। সেই বিবেচনায় জুন মাসের জন্য দেশে বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের এই দাম সমন্বয় করা হয়েছে।

বিইআরসির সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, আবুল খায়ের মো. আমিনুর রহমান ও ড. মো. হেলাল উদ্দিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সেরা ফিল্ড ফোর্সদের বিশেষ সম্মাননা দিল নগদ

ইনফরমেশন হেল্প ডেস্ক চালু করল ডিএসই

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল নজরদারি করবে এনবিআর

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প