হোম > অর্থনীতি

এলপিজি ও অটোগ্যাসের দাম কমল

বিশেষ প্রতিনিধি, ঢাকা

ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৯৩ টাকা থেকে ৩০ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ সোমবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান নুরুল আমিন এক সংবাদ সম্মেলনে নতুন এ দাম নির্ধারণের কথা জানান।

বিইআরসি একই সঙ্গে প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করেছে ১১৩ টাকা ৫৫ পয়সা। অন্যান্য ওজনের এলপিজি সিলিন্ডারের দামও কমানো হয়েছে।

কমিশন যানবাহনের জ্বালানি অটোগ্যাসের দামও কমিয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৬২ টাকা ৫৩ পয়সা। যা গত মে মাসে ছিল ৬৩ টাকা ৯২ পয়সা।

এলপিজি ও অটোগ্যাসের নতুন এই দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, সৌদি কোম্পানি আরামকো জুন মাসের জন্য প্রোপেন এবং বিউটেনের দাম যথাক্রমে প্রতি মেট্রিক টন ৫৮০ দশমিক ৬০ মার্কিন ডলার ও ৫৬৫ মার্কিন ডলার নির্ধারণ করেছে। এতে প্রতি মেট্রিক টন এলএনজির দাম ৫৭০ দশমিক ২৫ মার্কিন ডলার দাঁড়ায়। সেই বিবেচনায় জুন মাসের জন্য দেশে বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের এই দাম সমন্বয় করা হয়েছে।

বিইআরসির সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, আবুল খায়ের মো. আমিনুর রহমান ও ড. মো. হেলাল উদ্দিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

মিডিয়াকমের ব্যাডমিন্টন টুর্নামেন্টের শিরোপা পেল নিউজ ২৪

এনআরবি ব্যাংকের বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংকের ‘বিজনেস পলিসি ও প্ল্যানিং কনফারেন্স’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন শুরু

ইবিএল প্রধান কার্যালয়ে ‘আর্থিক তথ্য প্রকাশ’ বিষয়ে কর্মশালা

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার’ সম্মেলন অনুষ্ঠিত

জুলস পাওয়ারের এমডি প্রয়াত নুহের লতিফকে বনানীতে সমাহিত

অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ বিনা মূল্যে দেখা যাবে টফিতে

পর্দা নামল ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক প্রদর্শনীর

উচ্চ মূল্যস্ফীতির মধ্যে ভ্যাট ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত অপরিণামদর্শী: বিএনপি

সেকশন