নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সর্বজনীন পেনশন তহবিলে এ পর্যন্ত ১২ কোটি ৪৫ লাখ টাকা জমা হয়েছে। এর মধ্যে ১১ কোটি ৩১ লাখ টাকা দিয়ে ট্রেজারি বন্ড কেনা হয়েছে।
আজ রোববার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে সর্বজনীন পেনশনের অর্থ বিনিয়োগবিষয়ক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী বলেন, ‘সর্বজনীন পেনশন তহবিল নামের ব্যাংক হিসাবে পেনশন স্কিমে অংশ নেওয়া সবার অর্থ জমা থাকবে। এই অর্থ জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিরাপদ ও কম ঝুঁকিপূর্ণ উৎসে বিনিয়োগ করবে। বিনিয়োগের ক্ষেত্রে সরকারের ট্রেজারি বন্ডকে অগ্রাধিকার দেওয়া হবে। বিনিয়োগ থেকে প্রাপ্য লভ্যাংশের ভিত্তিতে পেনশনারের মাসিক অ্যানুইটি হিসাব করে একজন পেনশনারের মাসিক পেনশন দেওয়া হবে। এ ক্ষেত্রে একজন ব্যক্তি কত টাকা, কত সময় পর্যন্ত জমা দিয়ে, কী পরিমাণ পেনশন প্রাপ্য হবেন—তার একটি সম্ভাব্য হিসাব দেখানো হয়েছে—যা বাস্তবসম্মত।’
মুস্তফা কামাল বলেন, ‘এ পর্যন্ত সর্বজনীন পেনশন তহবিলে ১২ কোটি ৪৫ লাখ টাকার বেশি জমা হয়েছে। আজ জমা হওয়া অর্থ থেকে ১১ কোটি ৩১ লাখ টাকার ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড কিনে বিনিয়োগের উদ্বোধন করা হলো।’
ব্যাংক খাতের সুদ হার ৬ ও ৯ শতাংশ করা সিদ্ধান্ত সঠিক ছিল উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘সে সময় আমরা এটা না করলে ব্যাংক খাতকে খুঁজে পাওয়া যেত না। এখন ৬-৯ তুলে দেওয়া হয়েছে, এটাও সময়ের প্রয়োজনে করা হয়েছে।’
অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের চেয়ারম্যান অর্থ বিভাগের অতিরিক্ত সচিব কবিরুল ইজদানী খান, জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য অতিরিক্ত সচিব মো. গোলাম মোস্তফা প্রমুখ।