হোম > অর্থনীতি

ব্যাংক ঋণের করিডোর রেট কমল, মার্চের সুদহার ১৩.১১ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ব্যাংক ঋণের করিডোর রেট বা বাজারভিত্তিক সুদহার সামাণ্য কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলো ৬ মাস মেয়াদি ট্রেজারি বিলের গড় রেটের (স্মার্ট রেট) সাথে সর্বোচ্চ ৩ দশমিক ৫০ শতাংশ সুদ নিতে পারবেন।

আগের ৩ দশমিক ৭৫ শতাংশ থেকে ঋণের করিডোর রেট দশমিক ২৫ শতাংশ কমানো হয়েছে। এতে মার্চে সুদের হার হবে ১৩ দশমিক ১১ শতাংশ। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ‘মূল্যস্ফীতি কমানোর লক্ষ্যে মুদ্রানীতি কমিটি কর্তৃক গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে নীতি সুদহার বৃদ্ধির স্মার্ট রেটের প্রভাব ইতোমধ্যে প্রতিফলিত হয়েছে। এ প্রেক্ষিতে, ঋণের সুদহার মুদ্রানীতির সাথে সামঞ্জস্যপূর্ণ করা এবং অর্থনৈতিক গতিশীলতা বজায় রাখতে ঋণের সুদহার নির্ধারণের ক্ষেত্রে স্মার্ট রেটের সাথে সর্বোচ্চ ৩ দশমিক ৫০ শতাংশ মার্জিন যোগ করে সুদহার নির্ধারণ করতে হবে। আগে যা ছিল ৩ দশমিক ৭৫ শতাংশ।’

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘প্রি-শিপমেন্ট রপ্তানি ঋণ এবং কৃষি ও পল্লী ঋণের সুদহার নির্ধারণের ক্ষেত্রে স্মার্ট রেটের সাথে সর্বোচ্চ ২ দশমিক ৫০ শতাংশ মার্জিন যোগ করে সুদহার নির্ধারণ করতে হবে। যা আগে ছিলো ২ দশমিক ৭৫ শতাংশ।’

এদিকে, করিডোর রেট কমলেও ব্যাংক ঋণের সুদের হার কমার সম্ভাবনা কম। কারণ মূল্যস্ফীতিসহ নানা কারণে সিক্স মান্থ মুভিং এভারেজ রেট অব ট্রেজারিজ  কার্যকর হবে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে সুদের হার হবে ১৩ দশমিক ১১ শতাংশ।  যা ফেব্রুয়ারিতে ছিল ১২ দশমিক। ৪৩ শতাংশ।  এক্ষেত্রে সুদের করিডোর  কমলেও সুদের হার বেড়েছে।

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল নজরদারি করবে এনবিআর

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প

আগুনে পুড়ে যাওয়া নোট বদলে অপেক্ষা ৮ সপ্তাহ

সমন্বয়হীনতা ও অবহেলায় থমকে প্রকল্পের কাজ