হোম > অর্থনীতি

বাস, বিমান ও ট্রেনের টিকিট বুকিংয়ে বিকাশ পেমেন্টে মিলছে ক্যাশব্যাক

বিজ্ঞপ্তি

বাস, বিমান ও ট্রেনের টিকিট বুকিংয়ে বিকাশ পেমেন্টে মিলছে ক্যাশব্যাক। ছবি: সংগৃহীত

অবকাশের ছুটি কাটাতে কিংবা আত্মীয়-পরিজনের কাছে বেড়াতে অথবা পেশাগত প্রয়োজনে ভ্রমণ করতে বাস, বিমান ও ট্রেনের টিকিট বুকিংয়ে পেমেন্ট বিকাশ করলেই গ্রাহকেরা পাচ্ছেন বিভিন্ন ডিসকাউন্ট ও ক্যাশব্যাক। ৩১ জানুয়ারি পর্যন্ত টিকিট বুকিং প্ল্যাটফর্ম যাত্রী লিমিটেড, সহজ, বিডিটিকিটস; অনলাইন ট্রাভেল এজেন্সি শেয়ার ট্রিপ, গোজায়ান, এমি ট্রাভেল এবং শ্যামলী পরিবহন, ইম্পেরিয়াল এক্সপ্রেস, দোয়েল এক্সপ্রেস ও লন্ডন এক্সপ্রেসের নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট কেনার ক্ষেত্রে বিকাশ পেমেন্টে এসব সুবিধা উপভোগ করতে পারছেন গ্রাহকেরা।

সহজ ও বিডিটিকিটস থেকে বাসের টিকিট কিনে ন্যূনতম ২ হাজার টাকা পেমেন্ট বিকাশ করলেই গ্রাহকেরা একবার পাচ্ছেন ১০০ টাকা ক্যাশব্যাক। পাশাপাশি, যাত্রী লিমিটেডে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে থাকছে ১০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক, সর্বোচ্চ ১০০ টাকা। এ ছাড়া নির্দিষ্ট বাস কাউন্টার থেকে টিকিট কিনে ন্যূনতম ১ হাজার টাকা পেমেন্টে একবার ১০০ টাকা ক্যাশব্যাক উপভোগ করতে পারছেন গ্রাহকেরা।

অন্য দিকে বিকাশ পেমেন্টে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান টিকিট বুকিংয়ে বেস ফেয়ারের ওপর গোজায়ানে ১১ শতাংশ এবং এমি ট্রাভেলে ১৬ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন গ্রাহকেরা। এমি ট্রাভেলের অফারটি শুধু বিকাশ অ্যাপ থেকে টিকিট কেনার ক্ষেত্রে প্রযোজ্য। পাশাপাশি শেয়ার ট্রিপে পেমেন্টের সময় ‘ফ্লাইবিকাশ’ কুপন কোড ব্যবহার করে গ্রাহকেরা আরও পাচ্ছেন ১৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট।

এদিকে ট্রেনের টিকিট বুকিংয়ে ন্যূনতম ১ হাজার টাকা বিকাশ পেমেন্ট করলেই পাচ্ছেন ২০ টাকা মোবাইল রিচার্জ কুপন। পরবর্তী ১৫ দিনের মধ্যে বিকাশের মাধ্যমে ন্যূনতম ১০০ টাকা মোবাইল রিচার্জে কুপনটি উপভোগ করা যাবে।

ক্ষেত্রবিশেষে গ্রাহকেরা বিকাশ অ্যাপ দিয়ে কিউআর স্ক্যান করে পেমেন্ট গেটওয়ে বা অ্যাপে সংযুক্ত ভিসা কার্ড থেকে সরাসরি বিকাশ পেমেন্ট বা *২৪৭# ডায়াল করে পেমেন্টের ক্ষেত্রে অফারগুলো উপভোগ করতে পারবেন। অফার সম্পর্কে বিস্তারিত জানা যাবে সংশ্লিষ্ট ওয়েবসাইটে।

সেরা ফিল্ড ফোর্সদের বিশেষ সম্মাননা দিল নগদ

ইনফরমেশন হেল্প ডেস্ক চালু করল ডিএসই

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল নজরদারি করবে এনবিআর

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প