হোম > অর্থনীতি

বাস, বিমান ও ট্রেনের টিকিট বুকিংয়ে বিকাশ পেমেন্টে মিলছে ক্যাশব্যাক

বিজ্ঞপ্তি

বাস, বিমান ও ট্রেনের টিকিট বুকিংয়ে বিকাশ পেমেন্টে মিলছে ক্যাশব্যাক। ছবি: সংগৃহীত

অবকাশের ছুটি কাটাতে কিংবা আত্মীয়-পরিজনের কাছে বেড়াতে অথবা পেশাগত প্রয়োজনে ভ্রমণ করতে বাস, বিমান ও ট্রেনের টিকিট বুকিংয়ে পেমেন্ট বিকাশ করলেই গ্রাহকেরা পাচ্ছেন বিভিন্ন ডিসকাউন্ট ও ক্যাশব্যাক। ৩১ জানুয়ারি পর্যন্ত টিকিট বুকিং প্ল্যাটফর্ম যাত্রী লিমিটেড, সহজ, বিডিটিকিটস; অনলাইন ট্রাভেল এজেন্সি শেয়ার ট্রিপ, গোজায়ান, এমি ট্রাভেল এবং শ্যামলী পরিবহন, ইম্পেরিয়াল এক্সপ্রেস, দোয়েল এক্সপ্রেস ও লন্ডন এক্সপ্রেসের নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট কেনার ক্ষেত্রে বিকাশ পেমেন্টে এসব সুবিধা উপভোগ করতে পারছেন গ্রাহকেরা।

সহজ ও বিডিটিকিটস থেকে বাসের টিকিট কিনে ন্যূনতম ২ হাজার টাকা পেমেন্ট বিকাশ করলেই গ্রাহকেরা একবার পাচ্ছেন ১০০ টাকা ক্যাশব্যাক। পাশাপাশি, যাত্রী লিমিটেডে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে থাকছে ১০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক, সর্বোচ্চ ১০০ টাকা। এ ছাড়া নির্দিষ্ট বাস কাউন্টার থেকে টিকিট কিনে ন্যূনতম ১ হাজার টাকা পেমেন্টে একবার ১০০ টাকা ক্যাশব্যাক উপভোগ করতে পারছেন গ্রাহকেরা।

অন্য দিকে বিকাশ পেমেন্টে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান টিকিট বুকিংয়ে বেস ফেয়ারের ওপর গোজায়ানে ১১ শতাংশ এবং এমি ট্রাভেলে ১৬ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন গ্রাহকেরা। এমি ট্রাভেলের অফারটি শুধু বিকাশ অ্যাপ থেকে টিকিট কেনার ক্ষেত্রে প্রযোজ্য। পাশাপাশি শেয়ার ট্রিপে পেমেন্টের সময় ‘ফ্লাইবিকাশ’ কুপন কোড ব্যবহার করে গ্রাহকেরা আরও পাচ্ছেন ১৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট।

এদিকে ট্রেনের টিকিট বুকিংয়ে ন্যূনতম ১ হাজার টাকা বিকাশ পেমেন্ট করলেই পাচ্ছেন ২০ টাকা মোবাইল রিচার্জ কুপন। পরবর্তী ১৫ দিনের মধ্যে বিকাশের মাধ্যমে ন্যূনতম ১০০ টাকা মোবাইল রিচার্জে কুপনটি উপভোগ করা যাবে।

ক্ষেত্রবিশেষে গ্রাহকেরা বিকাশ অ্যাপ দিয়ে কিউআর স্ক্যান করে পেমেন্ট গেটওয়ে বা অ্যাপে সংযুক্ত ভিসা কার্ড থেকে সরাসরি বিকাশ পেমেন্ট বা *২৪৭# ডায়াল করে পেমেন্টের ক্ষেত্রে অফারগুলো উপভোগ করতে পারবেন। অফার সম্পর্কে বিস্তারিত জানা যাবে সংশ্লিষ্ট ওয়েবসাইটে।

কড়া বার্তা দিয়ে সরল কেন্দ্রীয় ব্যাংক

রাজস্ব সংগ্রহের গতি অস্বাভাবিক কম

অর্থনীতির সুরক্ষায় প্রয়োজন দ্রুত রাজনৈতিক সরকার

প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে বর্ধিত মূসক-শুল্ক প্রত্যাহারের দাবি, আশ্বাস এনবিআরের

শেকৃবি ও ডিএআই গ্লোবালের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

‘এলজি ওলেড ইভো সি-৪’ সিরিজের টিভি বাজারে আনল র‍্যাংগস ইলেকট্রনিকস

ট্রাস্ট ব্যাংকের জন্য ৪৫০ কোটি টাকার বন্ড ইস্যু ইউসিবি ইনভেস্টমেন্টের

আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা আইনের খসড়া প্রস্তাবের ওপর মতবিনিময় সভা

আইডিএলসি ফাইন্যান্সে যাত্রা শুরু করল ‘আইডিএলসি ইসলামিক’

বাংলাদেশে সমুদ্রবন্দর নির্মাণে আগ্রহী ডিপি ওয়ার্ল্ড ও এপি মোলার-মেয়ার্স্ক

সেকশন