হোম > অর্থনীতি

এপ্রিলে মোবাইল ব্যাংকিংয়ে ৬৩৪ বিলিয়ন টাকা লেনদেনের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: দেশে চলতি বছরের এপ্রিল মাসে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে লেনদেন অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। গত এপ্রিলে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে লেনদেন হয়েছে ৬৩৪ দশমিক ৭৯ বিলিয়ন টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন মতে, এমএফএস এর মাধ্যমে লেনদেনের পরিমাণ আগের মাসের তুলনায় এপ্রিলে ৬ শতাংশ বা ৩৮ দশমিক ৩৬ শতাংশ বেড়েছে। চলতি বছরের মার্চ মাসে লেনদেনের পরিমাণ ছিল ৫৯৬ দশমিক ৪২ বিলিয়ন টাকা। এর আগে ২০২০ সালের জুলাই মাসে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সর্বোচ্চ লেনদেন হয়েছিল ৬২৯ দশমিক ৯৯ বিলিয়ন টাকা। ব্যবসা-বাণিজ্যে ডিজিটাল সেবা গ্রহণ দিন দিন বৃদ্ধি পাওয়ায় এ লেনদেন বেড়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে লেনদেনের পরিমাণ বৃদ্ধি পাওয়ার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, সাধারণ মানুষ, ব্যবসায়ীদের পাশাপাশি সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। ফলে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে লেনদেন দিন দিন বাড়ছে। তাদের মতে, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সাধারণত ঈদ উৎসবের সময় লেনদেন বাড়ে।

এদিকে প্রযুক্তির কল্যাণে দেশে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে এমএফেএস। বর্তমানে দেশের ১০ কোটি ৬০ লাখ মানুষ এমএফএস সেবা গ্রহণ করছেন। আর গড়ে দৈনিক লেনদেনের পরিমাণ প্রায় ২ হাজার কোটি টাকা।

ভরসার বিমায় হতাশার ছায়া

মিডিয়াকমের ব্যাডমিন্টন টুর্নামেন্টের শিরোপা পেল নিউজ ২৪

এনআরবি ব্যাংকের বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংকের ‘বিজনেস পলিসি ও প্ল্যানিং কনফারেন্স’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন শুরু

ইবিএল প্রধান কার্যালয়ে ‘আর্থিক তথ্য প্রকাশ’ বিষয়ে কর্মশালা

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার’ সম্মেলন অনুষ্ঠিত

জুলস পাওয়ারের এমডি প্রয়াত নুহের লতিফকে বনানীতে সমাহিত

অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ বিনা মূল্যে দেখা যাবে টফিতে

পর্দা নামল ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক প্রদর্শনীর

সেকশন