হোম > অর্থনীতি

এপ্রিলে মোবাইল ব্যাংকিংয়ে ৬৩৪ বিলিয়ন টাকা লেনদেনের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: দেশে চলতি বছরের এপ্রিল মাসে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে লেনদেন অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। গত এপ্রিলে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে লেনদেন হয়েছে ৬৩৪ দশমিক ৭৯ বিলিয়ন টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন মতে, এমএফএস এর মাধ্যমে লেনদেনের পরিমাণ আগের মাসের তুলনায় এপ্রিলে ৬ শতাংশ বা ৩৮ দশমিক ৩৬ শতাংশ বেড়েছে। চলতি বছরের মার্চ মাসে লেনদেনের পরিমাণ ছিল ৫৯৬ দশমিক ৪২ বিলিয়ন টাকা। এর আগে ২০২০ সালের জুলাই মাসে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সর্বোচ্চ লেনদেন হয়েছিল ৬২৯ দশমিক ৯৯ বিলিয়ন টাকা। ব্যবসা-বাণিজ্যে ডিজিটাল সেবা গ্রহণ দিন দিন বৃদ্ধি পাওয়ায় এ লেনদেন বেড়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে লেনদেনের পরিমাণ বৃদ্ধি পাওয়ার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, সাধারণ মানুষ, ব্যবসায়ীদের পাশাপাশি সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। ফলে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে লেনদেন দিন দিন বাড়ছে। তাদের মতে, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সাধারণত ঈদ উৎসবের সময় লেনদেন বাড়ে।

এদিকে প্রযুক্তির কল্যাণে দেশে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে এমএফেএস। বর্তমানে দেশের ১০ কোটি ৬০ লাখ মানুষ এমএফএস সেবা গ্রহণ করছেন। আর গড়ে দৈনিক লেনদেনের পরিমাণ প্রায় ২ হাজার কোটি টাকা।

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প

আগুনে পুড়ে যাওয়া নোট বদলে অপেক্ষা ৮ সপ্তাহ

সমন্বয়হীনতা ও অবহেলায় থমকে প্রকল্পের কাজ

ইস্টার্ন ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন

আইএমইডির নভেম্বর মাসের প্রতিবেদন: এডিপি বাস্তবায়নে বড় ধাক্কা

ডলারের বিপরীতে রুপির আরও দরপতন

যুক্তরাষ্ট্রে ব্যাংকিং লাইসেন্সের আবেদন করল পেপ্যাল

সোনার দাম ভরিতে ১৪৭০ টাকা বাড়ল