হোম > অর্থনীতি

তৃতীয় দফায় কর্মী ছাঁটাই করছে ফুডপান্ডা, চলছে অংশ বিক্রির আলোচনা 

অনলাইন ডেস্ক

তৃতীয় দফায় কর্মী ছাঁটাই করছে অনলাইনভিত্তিক খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ফুডপান্ডা। এমনকি, এশিয়ার কয়েকটি দেশে ব্যবসার অংশ বিক্রির আলোচনাও করছে প্রতিষ্ঠানটি। ফুডপান্ডার অভিভাবক প্রতিষ্ঠান ‘ডেলিভারি হিরো’র বরাত দিয়ে আজ শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। 

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, আরও বেশি কর্মতৎপর হওয়ার প্রয়োজনীয়তার কথা জানিয়ে আবারও কর্মী ছাঁটাই করার কথা জানিয়েছে ফুডপান্ডা। 

এদিকে, প্রতিষ্ঠানে ছাঁটাইয়ের কথা জানিয়ে গতকাল বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) কর্মীদের চিঠি দিয়েছেন ফুডপান্ডার এপিএসি সিইও জ্যাকব সেবাস্টিয়ান অ্যাঞ্জেল। সিএনবিসি সেই চিঠি হাতে পেয়েছে। অবশ্য ঠিক কত সংখ্যক কর্মচারীকে ছাঁটাই করা হচ্ছে বা কোন কোন বিভাগে ছাঁটাই চলছে, তা উল্লেখ করেননি জ্যাকব অ্যাঞ্জেল। 

চিঠিতে বলা হয়েছে, এই মুহূর্তে আমাদের কোম্পানির লক্ষ্য হলো আরও হালকা, দক্ষ ও চটপটে হওয়া। আর তার জন্য আমাদের সব কর্মকাণ্ড আরও দক্ষ ও কার্যকর করতে হবে, যাতে ভবিষ্যতে আমরা আরও ভালোভাবে এগিয়ে যেতে পারি। 

একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন বলছে, অর্থনৈতিক মন্দার মধ্যে চলতি বছরের ফেব্রুয়ারি ও গত বছরের সেপ্টেম্বরে দুই দফাই কর্মী ছাটাই করে ফুডপান্ডা। এ ছাড়া অনলাইনে খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহকারী অন্য প্রতিষ্ঠান গ্র্যাব ও ডেলিভারুও এ বছর তাদের কর্মীসংখ্যা কমিয়েছে। 

এমন এক সময়ে কর্মী ছাঁটাই করা হচ্ছে, যখন ফুডপান্ডার অভিভাবক প্রতিষ্ঠান ডেলিভারি হিরো দক্ষিণ-পূর্ব এশীয় কয়েকটি দেশে খাদ্য বিতরণ ব্যবসার অংশ বিক্রির জন্য ক্রেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। 

গত বুধবার জার্মানির নেতৃস্থানীয় ব্যবসায়িক পত্রিকা উইর্টশাফটসওচি’র প্রতিবেদনে বলা হয়, ফুডপান্ডা ব্র্যান্ডের অধীনে সিঙ্গাপুর, কম্বোডিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, থাইল্যান্ড ও লাওসে ব্যবসার অংশ বিক্রি করছে ডেলিভারি হিরো। 

জার্মান সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফুডপান্ডার প্রতিযোগী ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় খাবার সরবরাহে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান গ্র্যাবকে ক্রেতা হিসেবে দেখা যেতে পারে। তবে সিএনবিসি’র কাছে এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি গ্র্যাব।

ভরসার বিমায় হতাশার ছায়া

মিডিয়াকমের ব্যাডমিন্টন টুর্নামেন্টের শিরোপা পেল নিউজ ২৪

এনআরবি ব্যাংকের বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংকের ‘বিজনেস পলিসি ও প্ল্যানিং কনফারেন্স’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন শুরু

ইবিএল প্রধান কার্যালয়ে ‘আর্থিক তথ্য প্রকাশ’ বিষয়ে কর্মশালা

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার’ সম্মেলন অনুষ্ঠিত

জুলস পাওয়ারের এমডি প্রয়াত নুহের লতিফকে বনানীতে সমাহিত

অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ বিনা মূল্যে দেখা যাবে টফিতে

পর্দা নামল ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক প্রদর্শনীর

সেকশন