Ajker Patrika
হোম > অর্থনীতি

ক্রমাগত পুঁজি হারাচ্ছেন বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্রমাগত পুঁজি হারাচ্ছেন বিনিয়োগকারীরা

পুঁজিবাজারে দরপতন চলছেই। এতে ক্রমাগত পুঁজি হারাচ্ছেন বিনিয়োগকারীরা। তবে পুঁজি রক্ষার কোনো উপায় পাচ্ছেন না তাঁরা। নিয়ন্ত্রক সংস্থারও কোনো ভ্রুক্ষেপ নেই। ফলে পুঁজিবাজারে দরপতন দেখা ছাড়া তাঁদের আর কোনো উপায় নেই। 

পতনের বৃত্তে থাকা পুঁজিবাজারে গতকাল বুধবারও ঢালাও দরপতন হয়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যবৃদ্ধির তুলনায় দরপতন হয়েছে ১৪ গুণের বেশি। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্যবৃদ্ধির তুলনায় দরপতন হয়েছে ৬ গুণের বেশি। 

এদিন শুরুতে ডিএসইতে বেশির ভাগ প্রতিষ্ঠানের দর বাড়ে। ফলে সূচকও ঊর্ধ্বমুখী হয়। এ পর্যায়ে সূচক বাড়ে ৬০ পয়েন্ট। তবে প্রথম ঘণ্টার লেনদেন শেষ হতেই বাজারের চিত্র বদলে যায়। দাম বাড়ার তালিকা থেকে একের পর এক প্রতিষ্ঠান দাম কমার তালিকায় চলে আসে। লেনদেনের শেষ পর্যন্ত এ ধারা অব্যাহত থাকে।

দিন শেষে সব খাত মিলিয়ে মাত্র ২৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের স্থান হয়েছে দাম বাড়ার তালিকায়। বিপরীতে দাম কমেছে ৩৫৫টি প্রতিষ্ঠানের এবং ১৪টির দাম অপরিবর্তিত রয়েছে। সিংহভাগ প্রতিষ্ঠানের দরপতনের কারণে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪১ পয়েন্ট কমে ৫ হাজার ৭৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। 

দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৭৯৬ কোটি ৯৩ লাখ টাকা, যা আগের কার্যদিবসে ছিল ৭১৮ কোটি ৬৩ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ৭৮ কোটি ৩০ লাখ টাকা। 

এদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৭৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৩৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৩০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৯০টির এবং ১৪টির দাম অপরিবর্তিত রয়েছে। মোট লেনদেন হয়েছে ১৮ কোটি ১৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১২ কোটি ৩ লাখ টাকা।

রাজধানীতে শুরু হচ্ছে নারী উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাণিজ্য মেলা

স্বাধীনতার পর প্রথম পাকিস্তানের পতাকাবাহী জাহাজ আসছে বাংলাদেশে, প্রস্তুত মোংলা বন্দর

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

জা এন জি ইন্টার ইউনিভার্সিটি ভিআর ক্রিকেট চ্যালেঞ্জের ফাইনাল অনুষ্ঠিত

সয়াবিন তেল ও লেবুর দাম ভোগাচ্ছে ক্রেতাদের

বেপজায় রিং শাইনের জমির ইজারা বাতিল

হামদর্দের চিফ মোতোয়ালি ড. হাকিম মো. ইউছুফ হারুনের জন্মদিন উদ্‌যাপিত

সোনালী পেপারের শেয়ার কেলেঙ্কারিতে সাকিব আল হাসান জড়িত

৪৩৯ কোটি টাকার বিমা দাবি পরিশোধ গার্ডিয়ান লাইফের

আলু সংরক্ষণে ভাড়া বেঁধে দিল কৃষি বিপণন অধিদপ্তর