নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাষ্ট্রমালিকানাধীন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। গতকাল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে তাঁকে তিন বছরের জন্য অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালক হিসেবে নিয়োগের কথা জানানো হয়।
ব্যাংকিং খাতে অভিজ্ঞ এই কর্মকর্তা একসময় অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও কাজ করেছেন। এ ছাড়া তিনি সাউথইস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন। সবশেষ ঢাকা ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ছিলেন তিনি।