হোম > অর্থনীতি

অগ্রণী ব্যাংক কর্মীদের ই-মেইল হ্যাকড, নানা কথা বলছেন কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংকের কিছু কর্মীর ই–মেইল হ্যাকিংয়ের শিকার হয়েছে বলে জানা গেছে। এতে কিছু তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে। কিল সিকিউরিটি নামে একটি হ্যাকার গ্রুপ ১২ হাজারের বেশি তথ্য চুরি করেছে বলে দাবি করেছে। হ্যাকাররা অর্থও দাবি করেছিল। তবে ব্যাংকটি বলছে, পুরো সার্ভার হ্যাকারের কবলে পড়েনি। কিছু কর্মীর ই–মেইল আইডি হ্যাকারের হাতে গেলেও সেগুলো পুনরুদ্ধার করা গেছে। 

জানা গেছে, কিল সিকিউরিটি নামের হ্যাকার গ্রুপটি অগ্রণী ব্যাংকের ১২ হাজারর বেশি তথ্য হাতিয়েছে। টেলিগ্রাম প্ল্যাটফর্মে গত ১৭ মে হ্যাকারেরা বার্তা দেয়, ৫ হাজার ইউরো না দিলে এসব তথ্য ফাঁস করে দেবে। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না পেয়ে হ্যাকাররা ডার্ক ওয়েবে গত ৬ জুন তথ্যগুলো ফাঁস করে দেয়। 

তবে ব্যাংকের একটি সূত্র জানায়, অগ্রণী ব্যাংকের কিছু তথ্য ফাঁসের দাবি করে একটি হ্যাকার গ্রুপ অর্থ দাবি করেছিল। বড় ধরনের হ্যাকের কোনো ঘটনা ঘটেনি, কয়েকজন কর্মীর ই–মেইল আইডি হ্যাকড হয়েছিল। 

এ বিষয়ে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুরশীদুল কবির বলেন, আমাদের এই ধরনের কিছু ঘটনা ঘটেছিল। এখন সবকিছুই আমাদের নিয়ন্ত্রণে আছে। এতে আমাদের তেমন কোনো ক্ষতি হয়নি। আমাদের আইটি টিম সজাগ আছে। 

তবে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাংকটির ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বলেন, বেশ কিছু দিন ধরেই সার্ভার স্লো কাজ করছে। সার্কুলারগুলো ওয়েবসাইটে পাওয়া যাচ্ছিল না। আমরা ভেবেছি হয়তো আইটি ভেন্ডর কোম্পানির সঙ্গে চুক্তি নিয়ে নেগোসিয়েশন চলছে। এখন ভেতরে-ভেতরে হ্যাকারের আক্রমণের কথা শুনেছি। তবে এখন কাজ করছে, সার্ভার স্লো আর নেই। 

আইটি বিভাগের এক কর্মকর্তা জানান, অগ্রণী ব্যাংকের আইটি শক্তিশালীই ছিল। আইটি সংক্রান্ত ক্রয় কমিটির ক্ষমতা মানবসম্পদের মহাব্যবস্থাপকের (জিএম) ওপরে ছিল। তবে আইটি প্রধান শাহিনুর ইসলামের বিরুদ্ধে সফটওয়্যার কেনাকাটায় অনিয়ম পাওয়ার পর ক্রয় কমিটির ক্ষমতা তাঁর কাছ থেকে কেড়ে নেওয়া হয়। এরপর থেকেই তিনি আরও উদাসীন হয়ে পড়েন। সার্ভার হ্যাকের পেছনে তাঁর (আইটি প্রধান) উদাসীনতাকে দায়ী করেন ব্যাংকটির কর্মকর্তারা। 

ব্যাংকটির উপ–ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং ব্যাংকটির আইটি বিভাগের দায়িত্বে থাকা ডিএমডি আব্দুর রহমান গাজী বলেন, ‘বড় ধরনের কোনো হ্যাকিংয়ের ঘটনা না ঘটলেও কিছু কর্মীর ই–মেইল হ্যাকড হয়েছিল। পরে আমরা তা রিকভারি করতে সক্ষম হয়েছি।’

১৫ বছরে শেয়ারবাজার সংকুচিত হয়েছে, অনেক পিছিয়েছে: ডিএসই চেয়ারম্যান

মূল্যস্ফীতিসহ পাঁচ ঝুঁকিতে বাংলাদেশ

নারীর প্রতি সহিংসতার অর্ধেকই অর্থনৈতিক

বিশ্ববাজারে বেড়েছে ডিজেলের দাম, রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞার ফল

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মাস্টারিং কমপ্লায়েন্স: ইনসাইটস অ্যান্ড স্ট্যাটেজিস ফর সোর্সিং অ্যান্ড সেলস লিডার্স ইন রেস্পন্সিবল টেক্সটাইলস সেমিনার অনুষ্ঠিত

আরলা ফুডস বাংলাদেশ লিমিটেডের নতুন ৩ পণ্য লঞ্চ

২২ হাজার টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল মিয়ানমারের জাহাজ

পরবর্তী দুই অর্থবছরে ভারতের প্রবৃদ্ধি হবে ৬.২ শতাংশ হারে

সংকটে বাংলাদেশের অর্থনীতি, প্রবৃদ্ধি নামবে ৪.১ শতাংশে: বিশ্বব্যাংক

সেকশন