Ajker Patrika
হোম > অর্থনীতি

এয়ার পিউরিফায়ারে কর কমল ২৭ শতাংশ

অনলাইন ডেস্ক

এয়ার পিউরিফায়ারে কর কমল ২৭ শতাংশ
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়, আগারগাঁও, ঢাকা। ফাইল ছবি

এয়ার পিউরিফায়ার আমদানিতে ২৭ দশমিক ১০ শতাংশ কর কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কমেছে পণ্যটি আমদানিতে বিদ্যমান কাস্টমস শুল্কও (সিডি)। শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

আজ মঙ্গলবার এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ জানান, গতকাল সোমবার এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এনবিআর জানায়, এয়ার পিউরিফায়ারের আমদানিতে ৩ শতাংশ রেগুলেটরি শুল্ক (আরডি) ও ৫ শতাংশ আগাম কর (এটি) প্রদান থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। এর ফলে এয়ার পিউরিফায়ার আমদানিতে বিদ্যমান মোট করভার ৫৮ দশমিক ৬০ শতাংশ থেকে কমে ৩১ দশমিক ৫০ শতাংশে নেমেছে।

করভার কমানোর কারণ হিসেবে এনবিআর বলছে, বর্তমানে বিশ্বে বায়ুদূষণের শীর্ষে থাকা শহরের তালিকায় ঢাকা ও বাংলাদেশের অন্যান্য শহরের নাম রয়েছে। এই বায়ুদূষণের ফলে জনস্বাস্থ্যের ব্যাপক ক্ষতির পাশাপাশি অনেক বেশি আর্থিক ক্ষতিও হচ্ছে। সেই প্রেক্ষাপটে বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় আমদানি পর্যায়ে শুল্ক-কর কমানোর মাধ্যমে এয়ার পিউরিফায়ারের মতো কার্যকর বায়ুদূষণ নিয়ন্ত্রণের সরঞ্জাম সহজলভ্য করতে কর-শুল্ক কমানো হয়েছে।

প্রতিটি এয়ার পিউরিফায়ারের আমদানি খরচ প্রকারভেদে ১ হাজার ৫০০ টাকা থেকে ৭ হাজার টাকা পর্যন্ত কমবে বলে আশা করছে এনবিআর। আমদানি ব্যয় কমার কারণে এয়ার পিউরিফায়ার জনগণের কাছে কম দামে সহজলভ্য হবে। এয়ার পিউরিফায়ারের বহুল ব্যবহার জনস্বাস্থ্যের ওপর বায়ুদূষণের বিরূপ প্রতিক্রিয়া প্রতিরোধে কিছুটা হলেও সহায়ক হবে বলে মনে করে এনবিআর।

নির্বিঘ্নে কর দিতে চান ব্যবসায়ীরা

সংস্কারে রাজস্ব বাড়বে ২০ হাজার কোটি

সয়াবিনের সরবরাহ বাড়লেও সমস্যা কিছু পণ্যের দামে

এই ঈদে ২০ হাজার টাকার মধ্যে কিনুন টেকনোর অত্যাধুনিক কিছু স্মার্টফোন

রমজান ও অন্যান্য উৎসব উদ্‌যাপনে ভিসা কার্ডধারীদের জন্য আকর্ষণীয় রিওয়ার্ড ও অফার

তিন মাসে কোটিপতি বেড়েছে ৫ হাজার

আপেল, আঙুর, নাশপাতি, কমলা আমদানিতে অগ্রিম কর কমল

যাত্রীদের জন্য উড়োজাহাজে জরুরি মেডিকেল সেবা স্টেশন স্থাপন করছে এমিরেটস

গ্রামীণ সড়ক উন্নয়নে সুকুক বন্ডে তোলা হবে ৩ হাজার কোটি টাকা

৫০০ ও ১০০০ টাকার নোট আসল না জাল চিনবেন যেভাবে