বিজ্ঞপ্তি
ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড সফলভাবে ট্রাস্ট ব্যাংক পিএলসির ‘টিবিএল ৭ম সাব-অর্ডিনেটেড বন্ড’ ইস্যু করেছে। এর মোট মূল্য ৪৫০ কোটি টাকা। গতকাল বুধবার রাজধানী ঢাকার ট্রাস্ট ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে এই বন্ড ইস্যুর সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই বন্ড ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ ট্রাস্ট ব্যাংক পিএলসির টিয়ার-টু মূলধন বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে, যা ব্যাংকের আর্থিক ভিত্তিকে আরও সুদৃঢ় করবে এবং তাদের ব্যবসায়িক সম্প্রসারণে সহায়ক হবে। এর ফলে ব্যাংকটি তার গ্রাহকসেবা প্রসারের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও কার্যকর অবদান রাখতে সক্ষম হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আহসান জামান চৌধুরী এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম আলমগীর। এ ছাড়া উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।