হোম > অর্থনীতি

দরিদ্রের আমানত কমেছে ৪৩৮ কোটি টাকা

অনলাইন ডেস্ক

ছবি: সংগৃহীত

১০, ৫০ ও ১০০ টাকার ব্যাংক হিসাবকে বলা হয় নো-ফ্রিলস অ্যাকাউন্ট (এনএফএ)। এই ব্যাংকিং সুবিধাভোগীর মধ্যে আছেন কৃষক, পোশাকশ্রমিক, অতি দরিদ্র, সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধাভোগীসহ অনেকে। তিন মাসে এসব হিসাবের সংখ্যা বেড়েছে লাখের কাছাকাছি। তবে আমানতের পরিমাণ কমেছে প্রায় ১০ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

তথ্যমতে, ২০২৪ সালের জুন শেষে ১০, ৫০ ও ১০০ টাকা দিয়ে খোলা স্বল্প আয়ের মানুষের ব্যাংক হিসাবে আমানতের পরিমাণ ছিল ৪ হাজার ৭২১ কোটি ৬০ লাখ টাকা, যা সেপ্টেম্বর শেষে দাঁড়িয়েছে ৪ হাজার ২৮২ কোটি ৬১ লাখ টাকা। অর্থাৎ, তিন মাসে আমানত কমেছে ৪৩৮ কোটি ৯৯ লাখ টাকা বা ৯ দশমিক ৩০ শতাংশ।

চলতি বছরের জুন শেষে ব্যাংকগুলোতে নো-ফ্রিল অ্যাকাউন্টের সংখ্যা ছিল ২ কোটি ৭৭ লাখ ৭৭ হাজার ৪৪৮টি, যা সেপ্টেম্বর শেষে দাঁড়িয়েছে ২ কোটি ৭৮ লাখ ৭১ হাজার ৮৭৮টি। অর্থাৎ, তিন মাসে এসব অ্যাকাউন্ট সংখ্যা বেড়েছে ৯৪ হাজার ৪৩০টি বা শূন্য দশমিক শূন্য ৩৪ শতাংশ।

২০২৪ সালের জুন শেষে ১০, ৫০ ও ১০০ টাকার হিসাবধারীদের ২০০ কোটি ও ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম থেকে ঋণ নেয়ার পরিমাণ ছিল ৭৭৯ কোটি ২৩ লাখ টাকা, যা সেপ্টেম্বর শেষে দাঁড়িয়েছে ৮১৫ কোটি ৭৭ লাখ টাকা। অর্থাৎ, ঋণ নেওয়ার পরিমাণ বেড়েছে ৩৬ কোটি টাকা।

সরকারি অর্ডারে ফিরছে মিরাকল

সবুজ উন্নয়নে ব্যাংকগুলোর ঝোঁক

যুক্তরাষ্ট্রের তুলা আমদানিতে ভর্তুকি দাবি

ট্রাম্পের শুল্ক আরোপে ডলারের ব্যাপক দরপতন, তেজি হয়ে উঠল সোনা

পিন ছাড়াই রবি ও এয়ারটেল অ্যাপে বিকাশ পেমেন্টের সুবিধা

সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১ লাখ ৬৩ হাজার টাকা ছাড়াল

গ্রামীণ ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ

স্মার্টফোন ও কম্পিউটারকে নতুন মার্কিন শুল্ক থেকে অব্যাহতি

দেশের বাজারে ইয়ামাহার নতুন আকর্ষণ এফজেড২৫

আন্দোলনের নামে সহিংসতা-ভাঙচুর হলে বিনিয়োগকারীরা শঙ্কায় পড়বে: ফাহমিদা খাতুন