দেশের বাজারে আইশারের ২ সিরিজের নতুন ট্রাক নিয়ে এল রানার মোটরস। এর মাধ্যমে আইশার প্রো ২০০০ ও ৬০০০ সিরিজের কয়েকটি বাণিজ্যিক পরিবহনের যাত্রা শুরু হলো। গতকাল এক সংবাদ সম্মেলনে এ গাড়িগুলোর উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান। এ ছাড়া ভলভো আইশার কমার্শিয়াল ভেহিক্যালের দক্ষিণ এশিয়া এবং আশিয়ান দেশগুলোর রিজিওনাল হেড শান্তানু শ্রীভাস্তাভ, রানার গ্রুপের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসাইন এবং আইশার ও রানারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাফিজুর রহমান খান বলেন, ‘আইশারের নতুন সিরিজের ট্রাকগুলো বাংলাদেশের পরিবহন খাতে নবযুগের সূচনা করবে, যা পণ্য পরিবহনে উন্নতিসহ দেশের অর্থনীতিতে বড় অবদান রাখবে। পাশাপাশি নতুন সিরিজের ট্রাকগুলো ক্রেতাদের সার্বিক সন্তুষ্টি লাভ করবে বলে বিশ্বাস করি।’