Ajker Patrika
হোম > অর্থনীতি

আন্তর্দেশীয় লেনদেন ব্যবস্থা চালু করল দক্ষিণ-পূর্ব এশিয়ার চার দেশ 

অনলাইন ডেস্ক

আন্তর্দেশীয় লেনদেন ব্যবস্থা চালু করল দক্ষিণ-পূর্ব এশিয়ার চার দেশ 

আন্তর্দেশীয় লেনদেন ব্যবস্থা চালু করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার চারটি দেশ। নতুন এই পদ্ধতি অনুসারে এই চারটি দেশের যেকোনো একটি দেশে কিউআর কোড ব্যবহার করে নিজস্ব মুদ্রায় যেকোনো পণ্যের মূল্য পরিশোধ করতে পারবেন। মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

দেশ চারটি হলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও সিঙ্গাপুর। বিশ্লেষকেরা বলছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশগুলোর দ্বারা বাস্তবায়িত নতুন এই লেনদেন ব্যবস্থা দেশগুলোর মধ্যে আর্থিক একীকরণের বিষয়টিকে আরও গভীর করবে। পাশাপাশি আসিয়ান জোটকেও অর্থনৈতিক সংহতির আরও কাছাকাছি নিয়ে আসবে।

গত বছর আসিয়ানের দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করে। পরে চলতি বছরের মে মাসে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন উল্লিখিত চারটি দেশের সরকারপ্রধানেরা। পরে সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকগুলো একটি অভিন্ন লেনদেন ব্যবস্থা চালুর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। 

আন্তসীমান্ত এই লেনদেন ব্যবস্থা চালুর মূল উদ্দেশ্য হলো—দেশগুলোর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, রেমিট্যান্স এবং অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সহজ করা এবং আরও বাড়ানো। এ ছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ায় একটি আর্থিক ইকোসিস্টেম চালু করা। বিশ্লেষকেরা বলছেন, এই লেনদেন ব্যবস্থা বড় আকারে অর্থনৈতিক ব্যবস্থা চালুর জন্য হলেও এতে করে খুচরা পর্যায়ের ভোক্তারাও অনেক বেশি উপকৃত হবেন। 

আন্তসীমান্ত এই লেনদেন ব্যবস্থাকে অনেক বিশ্লেষক আবার এই অঞ্চলে মার্কিন ডলারসহ অন্যান্য বিদেশি মুদ্রার ওপর এই অঞ্চলের দেশগুলোর নির্ভরশীলতা কমানোর গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও মনে করছেন। এ বিষয়ে ডিপ্লোম্যাট কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিনের পরামর্শক ও ডিপ্লোম্যাট রিস্ক ইন্টেলিজেন্সের দক্ষিণ-পূর্ব এশিয়া বিশ্লেষক নিকো হান বলেছেন, ‘এর মাধ্যমে এই চারটি দেশ মার্কিন ডলার বা চীনা রেনমিনবিকের (চীনা ইউয়ানকে রেনমিনবিক নামে ডাকা হয়) প্রভাবকে খর্ব করবে।’

মূল্যস্ফীতি নেমেছে এক অঙ্কে

২০০ কোটি ডলারের পাটপণ্য রপ্তানি করতে চায় সরকার

দুর্নীতির জালে বিএসইসির ৪ বিভাগ

বেক্সিমকোর শ্রমিক-কর্মচারীর পাওনা পরিশোধ শুরু রোববার

নিরবচ্ছিন্ন দানের জন্য ‘সদকাহ্ জারিয়াহ্’ অ্যাকাউন্ট চালু করলো প্রাইম ব্যাংক

অফুরন্ত অফারে ঈদ মানেই প্রিমিয়ার ব্যাংক

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির জন্য ৩৫০ কোটি টাকার মূলধন উত্তোলন

‘পার্সিয়ান টেল’ থিমে সারা’র আকর্ষণীয় ঈদ আয়োজন!

নাসার চেয়ারম্যান নজরুলের বাড়ি-প্লট ক্রোক ও ৫৫ কোম্পানির শেয়ার অবরুদ্ধের নির্দেশ

‘বেস্ট ফিনটেক ইনোভেশন’ অ্যাওয়ার্ড পেল বিকাশ ও হুয়াওয়ে