Ajker Patrika
হোম > অর্থনীতি

ব্যাংকগুলোকে গত ১৫ বছরে ক্রিমিনাল ইনস্টিটিউট হিসেবে তৈরি করা হয়েছে: বাণিজ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক

ব্যাংকগুলোকে গত ১৫ বছরে ক্রিমিনাল ইনস্টিটিউট হিসেবে তৈরি করা হয়েছে: বাণিজ্য উপদেষ্টা

ব্যাংকগুলোকে গত ১৫ বছরে ক্রিমিনাল ইনস্টিটিউট হিসেবে তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, ইসলামী ব্যাংককে ধ্বংস করা হয়েছে। এই ব্যাংক আইনে দুর্বৃত্তায়ন করা হয়েছে। আজ রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে ‘খাদ্যপণ্যের যৌক্তিক দাম: বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান’ শিরোনামে বণিক বার্তা আয়োজিত এক পলিসি কনক্লেভে এসব কথা বলেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, ‘আমাদের নীতিগুলো ধনিক শ্রেণিকে সুবিধা দেওয়ার জন্য হয়েছে। ভোক্তা বা সাধারণ মানুষকে সুবিধা দেওয়ার জন্য এসব নীতি গ্রহণ হয় না। বিগত ১৫ বছর দেশে উল্লেখযোগ্য কোনো বিনিয়োগ হয়নি। যদি সেটি না হয়, তাহলে কর্মসংস্থান কীভাবে হবে? আমরা কার কাছ থেকে কর আদায় করব?’

শেখ বশিরউদ্দীন বলেন, ‘ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) ধ্বংস করা হয়েছে ১৫ বছর ধরে। ১২ হাজার কোটি টাকার একটা অপারেশন করে মাত্র ১৪২ জন। উপকারভোগীদের সংখ্যা ১ কোটি। কিন্তু আমরা যখন প্রাথমিকভাবে যাচাই করেছি, দেখলাম ৪৩ লাখ ভুয়া। যাচাই শেষে আরও ২০ থেকে ২৫ লাখ ভুয়া পাওয়া যাবে।’

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমার মনে হয় শেখ হাসিনার নামে একটা পিএইচডি ডিগ্রি দেওয়া দরকার। কারণ বায়তুল মোকাররমের খতিবের যদি পালিয়ে যাওয়া লাগে, তাহলে বুঝতে হবে, কী পরিমাণ ধ্বংস করা হয়েছে সবগুলো খাত।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রতিযোগিতা কমিশনকে পুরোপুরি স্বাধীন করে দিতে চাই। বাজারে যাতে প্রতিযোগিতাবিরোধী কোনো কর্মকাণ্ড না ঘটে। মন্ত্রণালয়ের সেখানে কোনো হস্তক্ষেপ যেন না থাকে, সেদিকে আগাতে চাই।’

স্বল্প নয়, দীর্ঘ মেয়াদে পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘ধান সংগ্রহে সরকারি সংগ্রহটা সীমিত করতে চাই। সরকারি সংগ্রহ আমদানি নির্ভর হওয়া উচিত। তাহলে স্থানীয় বাজারে সরবরাহ স্বাভাবিক হবে এবং দাম নিয়ন্ত্রণ করা যাবে।’

কনক্লেভে ‘ইন্টিগ্রেশন অব ফুড সাপ্লাই চেইনস ইন বাংলাদেশ: ডিজিটালাইজেশন ফর ইফেসিয়েন্সি, ট্রান্সপারেন্সি, ট্রেসেবিলিটি, লিগ্যাল কালপ্যাবিলিটি অ্যান্ড অ্যাক্সেসেবিলিটি’ শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খন্দকার মোয়াজ্জেম।

বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত কনক্লেভে আরও ছিলেন— জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও অর্থনীতিবিদ আনু মুহাম্মদ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহিম খান।

অর্থনৈতিক মন্দা নিয়ে ট্রাম্পের ইঙ্গিতের পর বিশ্বজুড়ে শেয়ারবাজারে রেকর্ড দরপতন

দাম কমলেই শেয়ার কেনেন মালিকেরা

রেলসংকটে খালাসে বিপর্যয়: কনটেইনারের চাপে চট্টগ্রাম বন্দর

কর্মসংস্থান ও বাক্‌স্বাধীনতায় অগ্রাধিকার চান তরুণেরা

৫% ঋণ এককালীন শোধে মিলবে এক্সিট সুবিধা

এলডিসি উত্তরণে আরও তিন বছর সময় দরকার

সিটিজেনস ব্যাংকের ক্রিকেট লিগ উদ্বোধন

ঢাকার এয়ারপোর্ট রোডে টুয়েলভের নতুন আউটলেট

ঈদে নতুন নোট বিতরণ স্থগিত

কিছু উচ্ছৃঙ্খল কর্মচারীর ইন্ধনে ৫ মার্চের ঘটনা, দেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন: বিএসইসি চেয়ারম্যান