Ajker Patrika
হোম > অর্থনীতি

আলু-পেঁয়াজের শুল্ক কমার সুফল যেন ভোক্তা পান, বাণিজ্য উপদেষ্টার নির্দেশ 

বিশেষ প্রতিনিধি, ঢাকা

আলু-পেঁয়াজের শুল্ক কমার সুফল যেন ভোক্তা পান, বাণিজ্য উপদেষ্টার নির্দেশ 

আলু, পেঁয়াজ ও কীটনাশকের শুল্ক কমানোর সুফল যাতে ভোক্তা পর্যায়ে পাওয়া যায়, তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। জিনিসপত্রের দাম কয়েক মাসের মধ্যে দৃশমানভাবে কমে আসবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। 

আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে বায়িং হাউজের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন। 

সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে পেরেছে কি না বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘না, জিনিসপত্রের দাম যে কমছে না। অনেকগুলো কারণে দাম বেড়ে গেছে, সেটা চট করে টেনে নামিয়ে আনা যাবে না। তবে দৃশ্যমান কমেছে কি না সেটা কয়েক মাসের মধ্যে দেখতে পারবেন।’ 

অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ তুলে ধরে সালেহউদ্দিন বলেন, ‘জিনিসপত্রের দাম কমাতে অলরেডি টাস্কফোর্স হচ্ছে। আলু, পেঁয়াজ ও কীটনাশকের শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে। এগুলোর সুফল যাতে ভোক্তা পর্যায়ে পাওয়া যায়, তা–ও নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া মাছ, মাংস, ডিমের বিষয়েও কাজ চলছে। নিয়মিত বাজার মনিটরিংয়ের কথা বলেছি।’

সরকারের কী কী পদক্ষেপ নিয়েছে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, দৃশ্যমান অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন খেলাপি ঋণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব ব্যাংকের সমস্যা ছিল, সেসব ব্যাংক পুনর্গঠন করা হচ্ছে। তারল্যের যে সমস্যা ছিল, সেটা সমাধান করা হয়েছে। পাচার হওয়া অর্থ ফেরত আনতে একটি টাস্কফোর্স গঠন করা হচ্ছে। অন্যান্য সংস্কারের বিষয়েও আলোচনা হচ্ছে। 

এদিকে একই দিন সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। 

মন্ত্রণালয়ের দপ্তর ও সংস্থা প্রধানদের উদ্দেশে বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা বলেন, ‘দেশের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। বিজ্ঞান গবেষণার আউটপুট (ফলাফল) কাজে না লাগলে উন্নয়ন অর্থবহ হবে না।’

চলমান উন্নয়নকাজে গতিশীলতা তৈরি এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেও নির্দেশ দেন তিনি।

টিআইএনের মতো বিআইএন বাধ্যতামূলক করার উদ্যোগ

ইসলামী ব্যাংকের এমডিকে বরখাস্তে বাধা রাজনৈতিক প্রভাব

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

দুর্বল ব্যাংকের ভবিষ্যৎ অনিশ্চিত

সেন্ট্রাল ফার্মার ক্ষতি শতকোটির বেশি

ভাসমান গুদাম হয়ে উঠছে লাইটার জাহাজ, ৭২ ঘণ্টার মধ্যে বন্দর ছাড়ার নির্দেশ

ফের দেড় লাখের নিচে নামল সোনার ভরি

তৃতীয় বছরে পা দিল ‘কই তে’ বাংলাদেশ

সার্কুলার ইকোনমি নিয়ে ব্র্যাক ব্যাংক, ইআইবি ও ফ্রাঙ্কফুর্ট স্কুলের বিশেষ প্রশিক্ষণের আয়োজন

‘জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তার’ সাফল্য উদ্‌যাপন করল জিপি অ্যাক্সিলারেটর