হোম > অর্থনীতি

সনদ নিয়েও চালু হয়নি এসকিউ ব্রোকারেজ, তদন্তে কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুঁজিবাজারে ব্যবসার জন্য অনেক দিন আগেই ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) নিয়েছে এসকিউ ব্রোকারেজ হাউস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রতিষ্ঠানটির ট্রেক নম্বর ৩০৮। তবে সনদ নিয়েও নির্ধারিত সময়ের মধ্যে ব্যবসা কার্যক্রম শুরু করতে পারেনি হাউসটি। এর কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। করা হয়েছে তিন সদস্যের কমিটি।

সম্প্রতি বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন থেকে এ-সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। বিষয়টি এসকিউ ব্রোকারেজ হাউসের শীর্ষ নির্বাহীকেও অবহিত করা হয়েছে। বিএসইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।

তদন্ত কমিটির সদস্যরা হলেন বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সহকারী পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান এবং শহীদুল ইসলাম।

বিএসইসির আইন অনুযায়ী, ট্রেক সার্টিফিকেট পাওয়ার ছয় মাসের মধ্যে ব্যবসা শুরু করার বিধান রয়েছে। এসকিউ ব্রোকারেজ হাউস বিএসইসির এ আইন পরিপালন করতে ব্যর্থ হয়েছে। তাই প্রতিষ্ঠানটির ব্যর্থতার কারণ অনুসন্ধানে কিছু শর্ত সাপেক্ষে তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি। কমিটিকে আদেশ জারির পরবর্তী ৬০ দিনের মধ্যে এ-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ব্রোকারেজ হাউসটি নির্ধারিত সময়ের মধ্যে স্টক-ডিলার এবং স্টক-ব্রোকার হিসেবে কেন ব্যবসা শুরু করতে পারেনি, সেসব কারণ খতিয়ে দেখবে তদন্ত কমিটি। হাউসটির ব্যবসা শুরু করতে ব্যর্থ হওয়ার প্রকৃত কারণগুলো চিহ্নিত করতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে অন্য কোনো প্রাসঙ্গিক সমস্যা থাকলে, সেটাও চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে বিএসইসির সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা বলেন, ব্রোকারেজ হাউসগুলোর কার্যক্রমে কোনো অসংগতি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষ করে কমিশনের কাছে প্রতিবেদন দেবে কমিটি। প্রতিবেদনে কোনো অসংগতি পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কমিশন।

সেরা ফিল্ড ফোর্সদের বিশেষ সম্মাননা দিল নগদ

ইনফরমেশন হেল্প ডেস্ক চালু করল ডিএসই

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল নজরদারি করবে এনবিআর

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প