চট্টগ্রামে আমদানি ও রপ্তানি বাণিজ্য নির্বিঘ্ন রাখতে আগামী ১ ও ৪ আগস্ট চট্টগ্রামে ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে। বিশেষ করে আগ্রাবাদ ও খাতুনগঞ্জে বৈদেশিক মুদ্রার লেনদেনের অনুমোদিত শাখাগুলো খোলা থাকছে।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের উপ–মহাব্যবস্থাপক মুহম্মদ বদিউজ্জামান দিদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে। নিরবচ্ছিন্ন ব্যাংকিং ও সেবা কার্যক্রম অব্যাহত রাখা নিয়ে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে এক প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক জানায়, করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ প্রাদুর্ভাব পরিস্থিতি বিবেচনায় আগামী ১ ও ৪ আগস্ট সব ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে। ২,৩ ও ৫ আগস্ট সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চলবে। সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত লেনদেনের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। লেনদেনের পরবর্তী ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম বেলা ৪টার মধ্যে সম্পন্ন করার জন্য বলা হয়েছে।