Ajker Patrika
হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

ইবিএল-ডিএসই ক্রেডিট কার্ড উদ্বোধন

অনলাইন ডেস্ক

ইবিএল-ডিএসই ক্রেডিট কার্ড উদ্বোধন

দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ভিসার সহযোগিতায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সঙ্গে একটি কো-ব্র্যান্ড ক্রেডিট কার্ড চালু করেছে। শুধু ডিএসই কর্মকর্তা-কর্মচারী এবং ডিএসইর ট্রেডিং রাইট এন্টাইলমেন্ট সার্টিফিকেটধারী (টিআরইসি) কোম্পানিদের জন্য ইবিএল-ডিএসই ভিসা কার্ডটি প্রবর্তন করা হয়েছে।

আজ বুধবার (৮ জুন) রাজধানীর ডিএসই প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং ডিএসই চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান এই কার্ডের উদ্বোধন করেন। ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূঁইয়া এ সময় উপস্থিত ছিলেন। 

আলী রেজা ইফতেখার বলেন, ‘ডিএসইর সঙ্গে আমাদের এই উদ্যোগ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ইবিএল-ডিএসই ভিসা কো-ব্র্যান্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে ডিএসইর বিভিন্ন স্টেকহোল্ডার এমন একটি পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ পাবেন, যা দেশে এবং বিদেশে ঝামেলামুক্ত লেনদেনের জন্য শুধু একটি ক্রেডিট কার্ডই নয়।’ 

ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমান কো-ব্র্যান্ড ক্রেডিট কার্ড উদ্যোগ গ্রহণের জন্য ইবিএলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এটি একটি উত্তম উদ্যোগ, যা ডিএসইর ব্র্যান্ড ভাবমূর্তি বৃদ্ধিতে সহায়ক হবে। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও, ভিসা বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সৌম্য বসু, ভিসা দক্ষিণ এশিয়া পরিচালক-প্রডাক্টস ও সল্যুশন্স সিরাজ সিদ্দিকী, ইবিএল উপব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার, ডিজিটাল আর্থিক সেবা বিভাগ প্রধান আহসান উল্লাহ্ চৌধুরী, কম্যুনিকেশন্স ও এক্সটার্নাল অ্যাফেয়ার্স প্রধান জিয়াউল করিম প্রমুখ। 

নিয়মিতভাবে প্রাপ্ত বিভিন্ন সুবিধা ছাড়াও ইবিএল কো-ব্র্যান্ড প্রোগ্রামের আওতায় বিশেষ সুবিধা পাবেন ইবিএল-ডিএসই ভিসা ক্রেডিট কার্ডধারীরা। দ্বৈতকারেন্সী এই ক্রেডিট কার্ড আন্তদেশীয় লেনদেনেও ব্যবহার করা যাবে। ইবিএলের অসংখ্য অফলাইন এবং অনলাইন মার্চেন্টে নিয়মিত ডিসকাউন্টসহ অন্যান্য সুবিধাও পাবেন কার্ডধারীরা।

প্রশ্নের মুখে ডিজিটাল ব্যাংকের ভবিষ্যৎ

আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট সেবা নিতে চুক্তি করল ডাবর বাংলাদেশ

আইএফসির সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি স্বাক্ষর

বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা প্রদর্শনীর উদ্বোধন

পেশাগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে কর্মকর্তাদের প্রশিক্ষণ

প্রাইম ব্যাংকের সঙ্গে চুক্তি সই এশিউর গ্রুপের

ইবিএলকে ৩৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে আইএফসি

এনসিসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

আইডিএলসি ফাইন্যান্সে যাত্রা শুরু করল ‘আইডিএলসি ইসলামিক’