Ajker Patrika
হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

চেক কনফার্মেশন সহজ করতে ব্র্যাক ব্যাংকের নতুন সেবা 

অনলাইন ডেস্ক

চেক কনফার্মেশন সহজ করতে ব্র্যাক ব্যাংকের নতুন সেবা 

ব্র্যাক ব্যাংক বাংলাদেশে প্রথম একটি অটোমেটেড ব্যবস্থা চালু করেছে, যেখানে গ্রাহকেরা ইন্টারেকটিভ ভয়েস রেসপন্সের (আইভিআর) মাধ্যমে ক্লিয়ারিং চেক কনফার্ম করতে পারবেন। এটি ক্লিয়ারিং চেক কনফার্মেশনকে সহজ, দ্রুত ও ঝামেলামুক্ত করেছে। 

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, পদ্ধতিটি মোবাইল ফোনে শুধু একটি ট্যাপ করে পজিটিভ পে সম্পন্ন করার মাধ্যমে গ্রাহকদের একটি আনন্দদায়ক অভিজ্ঞতা প্রদান করেছে। করপোরেট ও প্রোপাইটরশিপ হিসাবের ক্ষেত্রে ১ লাখ বা তদূর্ধ্ব এবং ব্যক্তি হিসাবের ক্ষেত্রে ৫ লাখ বা তার বেশি মূল্যমানের চেক প্রদানের ক্ষেত্রে গ্রাহকেরা এখন স্মার্ট সুবিধাটি পাবেন। 

ব্র্যাক ব্যাংক ২০২১ সালের অক্টোবরে প্রথম অটোমেটেড ভয়েস মেসেজ সার্ভিস চালু করে। এ প্রক্রিয়ায় গ্রাহকেরা নিবন্ধিত মোবাইল নম্বর ০৯৬১১৯১৬২২১ থেকে একটি স্বয়ংক্রিয় ভয়েস কল পাবেন, যা চেকের বিবরণ যেমন—পরিমাণ, তারিখ ইত্যাদি পড়ে শোনাবে। গ্রাহকদের মোবাইল ফোনে ইতিবাচক নিশ্চিতকরণের জন্য ১, বাতিলকরণের জন্য ২, তথ্য পুনরায় শোনানোর জন্য ৩ এবং কলসেন্টার এজেন্টের কাছে স্থানান্তরের জন্য ৪ চাপতে হবে। 

পজিটিভ পে একটি রেগুলেটরি বাধ্যবাধকতা। এর মাধ্যমে ক্লিয়ারিং চেকের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতারণার ঝুঁকি দূর করা যায়। গ্রাহকদের স্বার্থ রক্ষা করার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়। গ্রাহকদের আমানতের তত্ত্বাবধায়ক ব্যাংকগুলো একটি বিশ্বস্ত অংশীদার হিসেবে আমানত রক্ষা করতে দায়বদ্ধ। 

এই সেবা সম্পর্কে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিওও মো. সাব্বির হোসেন বলেন, ‘আমরা মনে করি, এই স্বয়ংক্রিয় ব্যবস্থা গ্রাহকবান্ধব, সময় সাশ্রয়ী এবং একই সঙ্গে সুরক্ষিত। একটি গ্রাহককেন্দ্রিক ব্যাংক হিসেবে আমরা সব সময় উদ্ভাবনী উপায়ে গ্রাহকদের সেবা প্রদানের জন্য প্রচেষ্টা গ্রহণ করে থাকি। গ্রাহকদের সুবিধা নিশ্চিত করতে আমরা আরও প্রযুক্তিভিত্তিক সেবা চালু করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব।’ 

আইভিআর ছাড়াও পজিটিভ পে কনফার্মেশনের জন্য গ্রাহকেরা কল সেন্টার, শাখা, ই-মেইল এবং স্বয়ংক্রিয় এসএমএসের সাহায্যও নিতে পারবেন।

প্রশ্নের মুখে ডিজিটাল ব্যাংকের ভবিষ্যৎ

আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট সেবা নিতে চুক্তি করল ডাবর বাংলাদেশ

আইএফসির সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি স্বাক্ষর

বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা প্রদর্শনীর উদ্বোধন

পেশাগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে কর্মকর্তাদের প্রশিক্ষণ

প্রাইম ব্যাংকের সঙ্গে চুক্তি সই এশিউর গ্রুপের

ইবিএলকে ৩৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে আইএফসি

এনসিসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

আইডিএলসি ফাইন্যান্সে যাত্রা শুরু করল ‘আইডিএলসি ইসলামিক’