ঢাকা: ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকার হিসাব মিলছে না বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে ওই শাখার দুই কর্মকর্তাকে পুলিশ হেফাজতে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন ঢাকা ব্যাংকের ক্যাশ ইনচার্জ (সিনিয়র অফিসার) রিফাতুল হক ও ম্যানেজার (অপারেশন) ইমরান আহমেদ।
বংশাল থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম ভূঁইয়া বলেন, ‘ঢাকা ব্যাংকের বংশাল শাখা থেকে ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা তাঁদের ক্যাশ ইনচার্জ সরিয়ে নিয়েছেন– এমন অভিযোগ করেন ব্যাংকটির ম্যানেজার। এ অভিযোগের ভিত্তিতে ওই ব্যাংকেরই দুই কর্মকর্তাকে আটক করি আমরা। আজ সকালে ৫৪ ধারায় তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।’
আবুল কালাম জানান, এই ব্যাংক শাখার ইন্টার্নাল অডিটে এই টাকা সরানোর বিষয়টি ধরা পড়ে। এ বিষয়ে একটি মামলা হবে। পরে মামলাটি দুদকই তদন্ত করবে।
গতকাল বৃহস্পতিবার রাতে টাকা উধাওয়ের বিষয়টি বুঝতে পারে ঢাকা ব্যাংক কর্তৃপক্ষ।
এ ব্যাপারে ঢাকা ব্যাংকের জনসংযোগ শাখার মিজানুর রহমান বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) সারা দিন লেনদেনের পর ভল্টে হিসাব মেলানোর সময় ৩ কোটি ৭৭ লাখ টাকার গরমিল পাওয়া যায়। আমরা সঙ্গে সঙ্গে থানায় জানাই, ব্যাংকের দুজনকে পুলিশে সোপর্দ করা হয়। আমরা এটাকে চুরি বলছি না। বিষয়টা হিসাবে গরমিল। তদন্ত করার অনুরোধ করেছি। তারা তদন্ত করছে। প্রাথমিক এজাহারে এটাই আমরা বলেছি। আপাতত কোনো সংবাদ সম্মেলন করা হবে না।’