Ajker Patrika
হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

ঢাকা ব্যাংকের বংশাল শাখায় পৌনে ৪ কোটি টাকার হিসাব মিলছে না

নিজস্ব প্রতিবেদক

ঢাকা ব্যাংকের বংশাল শাখায় পৌনে ৪ কোটি টাকার হিসাব মিলছে না

ঢাকা: ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকার হিসাব মিলছে না বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে ওই শাখার দুই কর্মকর্তাকে পুলিশ হেফাজতে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন ঢাকা ব্যাংকের ক্যাশ ইনচার্জ (সিনিয়র অফিসার) রিফাতুল হক ও ম্যানেজার (অপারেশন) ইমরান আহমেদ।

বংশাল থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম ভূঁইয়া বলেন, ‘ঢাকা ব্যাংকের বংশাল শাখা থেকে ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা তাঁদের ক্যাশ ইনচার্জ সরিয়ে নিয়েছেন– এমন অভিযোগ করেন ব্যাংকটির ম্যানেজার। এ অভিযোগের ভিত্তিতে ওই ব্যাংকেরই দুই কর্মকর্তাকে আটক করি আমরা। আজ সকালে ৫৪ ধারায় তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।’

আবুল কালাম জানান, এই ব্যাংক শাখার ইন্টার্নাল অডিটে এই টাকা সরানোর বিষয়টি ধরা পড়ে। এ বিষয়ে একটি মামলা হবে। পরে মামলাটি দুদকই তদন্ত করবে।

গতকাল বৃহস্পতিবার রাতে টাকা উধাওয়ের বিষয়টি বুঝতে পারে ঢাকা ব্যাংক কর্তৃপক্ষ।

এ ব্যাপারে ঢাকা ব্যাংকের জনসংযোগ শাখার মিজানুর রহমান বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) সারা দিন লেনদেনের পর ভল্টে হিসাব মেলানোর সময় ৩ কোটি ৭৭ লাখ টাকার গরমিল পাওয়া যায়। আমরা সঙ্গে সঙ্গে থানায় জানাই, ব্যাংকের দুজনকে পুলিশে সোপর্দ করা হয়। আমরা এটাকে চুরি বলছি না। বিষয়টা হিসাবে গরমিল। তদন্ত করার অনুরোধ করেছি। তারা তদন্ত করছে। প্রাথমিক এজাহারে এটাই আমরা বলেছি। আপাতত কোনো সংবাদ সম্মেলন করা হবে না।’

প্রশ্নের মুখে ডিজিটাল ব্যাংকের ভবিষ্যৎ

আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট সেবা নিতে চুক্তি করল ডাবর বাংলাদেশ

আইএফসির সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি স্বাক্ষর

বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা প্রদর্শনীর উদ্বোধন

পেশাগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে কর্মকর্তাদের প্রশিক্ষণ

প্রাইম ব্যাংকের সঙ্গে চুক্তি সই এশিউর গ্রুপের

ইবিএলকে ৩৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে আইএফসি

এনসিসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

আইডিএলসি ফাইন্যান্সে যাত্রা শুরু করল ‘আইডিএলসি ইসলামিক’