কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্মকর্তাদের অংশগ্রহণে বার্ষিক ঝুঁকি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. আবদুল কাইয়ুম খান এবং ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন কমিউনিটি ব্যাংকের প্রধান ঝুঁকি কর্মকর্তা (সিআরও) সাইফুল আলম, ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স (আইসিসি) প্রধান মোহাম্মদ খাইরুল আলম এবং চিফ অপারেটিং অফিসার (সিওও) সামসুল হক সুফিয়ানী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট, শাখা ব্যবস্থাপক ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।