হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

পদ্মা ব্যাংকে এএমএল অ্যান্ড সিএফটি সচেতনতা সপ্তাহ উদ্‌যাপন শুরু

অনলাইন ডেস্ক

২০২২ সাল বাংলাদেশে এএমএল অ্যান্ড সিএফটি পরিপালনের দুই দশক হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে বছরটি মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর গৌরবোজ্জ্বল দুই দশকের যাত্রার পূর্তি হিসেবে উদ্‌যাপিত হচ্ছে। এরই অংশ হিসেবে পদ্মা ব্যাংক লিমিটেড কর্মী ও গ্রাহকদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ রোববার (২৬ জুন) এএমএল অ্যান্ড সিএফটি সচেতনতা সপ্তাহ-২০২২ এর উদ্বোধন করে। 

গ্রাহকদের সপ্তাহব্যাপী এএমএল অ্যান্ড সিএফটি বিষয়ক বিশেষ বার্তা প্রদান, ব্যাংকের ৫৯ শাখায় এএমএল অ্যান্ড সিএফটি সচেতনতা বিষয়ক ভিডিও প্রদর্শন, মোবাইলে খুদে বার্তা প্রদান, পদ্মা ব্যাংকের বিভিন্ন লোকেশনে ব্যানার ও ড্যাঙ্গলারের মাধ্যমে সচেতনতা বিষয়ক বার্তা প্রদর্শন এবং শাখা ও প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগ সমূহে সপ্তাহব্যাপী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম ও এএমএল অ্যান্ড সিএফটি ডিভিশনের কর্মকর্তাদের পরিদর্শন ও অবস্থানসহ আরও নানান কর্মসূচির বাস্তবায়নের মাধ্যমে সপ্তাহটি উদ্‌যাপন করা হবে। 

পদ্মা ব্যাংকের মিরপুর ট্রেনিং ইনস্টিটিউটে পদ্মা এএমএল অ্যান্ড সিএফটি সচেতনতা সপ্তাহের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান। 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অ্যান্টি-মানিলন্ডারিং কমপ্লায়েন্স অফিসার জাবেদ আমিন, মানবসম্পদ বিভাগের প্রধান এসইভিপি এম আহসান উল্লাহ খান, এসইভিপি ও আরএমডি অ্যান্ড ল হেড ফিরোজ আলম, এসইভিপি ও হেড অব করপোরেট লায়াবিলিটি মার্কেটিং সাব্বির মোহাম্মদ সায়েম, ডেপুটি চিফ অ্যান্টি-মানিলন্ডারিং কমপ্লায়েন্স অফিসার ও ভিপি রাশেদুল করিমসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ব্যাংকের ঢাকা ভিত্তিক শাখাসমূহের ব্যামেলকোবৃন্দ সশরীরে অনুষ্ঠানে উপস্থিত হয়ে ও ঢাকার বাইরের শাখাসমূহের ব্যামেলকোবৃন্দ ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এনআরবি ব্যাংকের বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংকের ‘বিজনেস পলিসি ও প্ল্যানিং কনফারেন্স’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন শুরু

ইবিএল প্রধান কার্যালয়ে ‘আর্থিক তথ্য প্রকাশ’ বিষয়ে কর্মশালা

সেমস-গ্লোবাল ও সিসিপিআইটি টেক্সের আয়োজনে আইসিসিবিতে চলছে পোশাক প্রদর্শনী

ন্যাশনাল ব্যাংকের ‘সিবিএস টেমেনোস ২২’ সফলভাবে আপগ্রেডেশন

সোশ্যাল ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

বাণিজ্য মেলায় কেনাকাটায় বিকাশ পেমেন্টে মিলছে ক্যাশব্যাক কুপন

সিটি ব্যাংকের আবারও এমডি হলেন মাসরুর আরেফিন

এনসিসি ব্যাংকের নতুন অ্যাসিস্ট্যান্ট অফিসারদের ওরিয়েন্টেশন

সেকশন