হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

সুবর্ণচরের ৪০০ চাষিকে ৪% মুনাফায় কৃষি বিনিয়োগ দিল সোশ্যাল ইসলামী ব্যাংক

বিজ্ঞপ্তি  

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১৬: ৪৮
আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫, ১৬: ৪৮
সুবর্ণচরের ৪০০ চাষিকে ৪% মুনাফায় সোশ্যাল ইসলামী ব্যাংকের কৃষি বিনিয়োগ বিতরণ। ছবি: সংগৃহীত

সোশ্যাল ইসলামী ব্যাংকের উদ্যোগে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার প্রায় ৪০০ সয়াবিন ও মরিচচাষির মাঝে চার শতাংশ মুনাফায় কৃষি বিনিয়োগ বিতরণ করা হয়েছে। গত শনিবার সুবর্ণচর উপজেলা পরিষদে এই বিনিয়োগ বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান মাকসুদা বেগম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মো. মোরশেদ আলম খন্দকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুস সায়াদাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার লাকি, ব্যাংকের এসএমই অ্যান্ড অ্যাগ্রিকালচারাল ফাইন্যান্স ডিভিশনের প্রধান শ্যাম সুন্দর রায়, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মুহাম্মদ শহীদুল ইসলাম, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সাপ্লাই চেইন অ্যান্ড প্রাইভেট সেক্টর এনগেজমেন্টের প্রধান মো. মুজিবুল হক ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের মাইজদী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ নূর-উন-নবী পাটোয়ারী, নোয়াখালী জেলার বিভিন্ন শাখার ব্যবস্থাপকেরাসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ভাইস চেয়ারম্যান মাকসুদা বেগম বলেন, কৃষকেরা এ দেশের প্রাণ। কৃষিকাজে নারীদের অংশগ্রহণ আরও বেশি হওয়া প্রয়োজন। ভবিষ্যতে এই অঞ্চলের কৃষকদের মাঝে আরও বেশি হারে বিনিয়োগ বিতরণ করা হবে বলে কৃষকদের আশ্বস্ত করেন পরিচালক মো. মোরশেদ আলম খন্দকার। সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ বলেন, ৪ শতাংশ মুনাফায় কৃষি বিনিয়োগ পেয়ে এই এলাকার কৃষকেরা উপকৃত হচ্ছেন। পর্যায়ক্রমে এই এলাকার সব কৃষকের মাঝে বিনিয়োগ সুবিধা দেওয়া হবে।

নাজমুস সায়াদাত বলেন, দেশকে খাদ্যে স্বনির্ভর করার লক্ষ্যে কৃষকদের আর্থিক সযোগিতা করছে সোশ্যাল ইসলামী ব্যাংক। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী সোশ্যাল ইসলামী ব্যাংকের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে দেশের বিভিন্ন ব্যাংকও কৃষিখাতে এভাবে বিনিয়োগের উদ্যোগ গ্রহণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সোশ্যাল ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন নাজমুস সায়াদাত

ব্র্যাক ব্যাংক চুয়াডাঙ্গা রিডিং ক্যাফেতে ‘কবেজ লেঠেল’ নিয়ে আলোচনা

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

সেনা ইনস্যুরেন্সের সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি সই