সাউথইস্ট ইউনিভার্সিটিতে সম্প্রতি ক্যারিয়ার পরামর্শমূলক উদ্যোগ ‘ক্যারিয়ার টক’ সেশনের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। এ সেশনটি আয়োজনের উদ্দেশ্য শিক্ষার্থীদের সঠিক ক্যারিয়ার পরিকল্পনা এবং চাকরির বাজারের জন্য প্রস্তুত করার লক্ষ্যে অনুপ্রেরণা ও দিকনির্দেশনা দেওয়া। গত ১২ ডিসেম্বর এই সেশনটি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের পাশাপাশি সাউথইস্ট ইউনিভার্সিটি এবং ব্র্যাক ব্যাংকের অতিথিরাও অংশগ্রহণ করেন।
সাউথইস্ট ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরসের সদস্য ও সাউথইস্ট ইউনিভার্সিটির ডিরেক্টর অব বিবিএ প্রোগ্রাম ফারহানা ফেরদৌসী এবং ইকোনমিকস ডিপার্টমেন্টের চেয়ারম্যান কাজী তানভীর মাহমুদ। ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির হেড অব হিউম্যান রিসোর্সেস আখতারউদ্দিন মাহমুদ এবং ইয়াং লিডার্স প্রোগ্রামের কর্মকর্তাসহ ব্যাংকটির বিভিন্ন কর্মকর্তা।
এই সেশনে ব্যাংকিং খাতে ইয়াং ট্যালেন্ট তৈরির বিষয়ে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন আখতারউদ্দিন মাহমুদ। তিনি বলেন, দেশের ব্যাংকিং খাতে চাকরিপ্রত্যাশীদের কাছে সবচেয়ে পছন্দের প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি হতে ব্র্যাক ব্যাংক বদ্ধপরিকর। ‘ক্যারিয়ার টক’-এর মতো উদ্যোগের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের ক্যারিয়ারে সফল হতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে সহায়তা করি। আমাদের ‘ইয়াং লিডার্স প্রোগ্রাম’ ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার ব্যাপারে আমাদের চলমান প্রচেষ্টারই উদাহরণ।
ক্যারিয়ার টক সেশনটি শিক্ষার্থী এবং শিক্ষক উভয়ের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে। শিক্ষার্থীদের জব মার্কেট এবং সফল ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার ব্যাপারে ব্র্যাক ব্যাংক দেশব্যাপী এ ধরনের সেশন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ।