হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

সাকিব আল হাসানের ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাকিব আল হাসান খেলছেন না পরের সিরিজেও। ছবি: ফাইল ছবি

পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়মের অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানের সব ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২ অক্টোবর সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাব তলব করা হয়। পরে তদন্ত শেষে সম্প্রতি সরকারের নির্দেশে তার সকল ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়।

ছাত্র আন্দোলনের মুখে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের একজন সংসদ সদস্য ছিলেন সাকিব আল হাসান। তখন তিনি ছিলেন দেশের বাইরে। পাকিস্তান ও ভারতে দলের হয়ে টেস্ট সিরিজ খেলেন তিনি। এরপর কানপুরে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। তবে ঢাকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটি খেলতে চান সাকিব।

শুরুতে সাকিব আল হাসানের দেশে আসার বিষয়টি প্রায় নিশ্চিত ছিল। তবে সিরিজের আগে ১৬ অক্টোবর লস অ্যাঞ্জেলেস থেকে দুবাই এলে সরকারের উপর মহল থেকে তাকে বিসিবি থেকে দেশে না ফিরতে নির্দেশ দেওয়া হয়।

শুধু তাই নয়, তাঁর দেশে আসা ঠেকাতে সাকিববিরোধীরা মিরপুর স্টেডিয়ামের সামনে সমাবেশ শুরু করে। অন্যদিকে ম্যাচের আগের দিন সাকিবের ভক্তরা অবস্থান নেয় স্টেডিয়ামের সামনে। এ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়।

সেমস-গ্লোবাল ও সিসিপিআইটি টেক্সের আয়োজনে আইসিসিবিতে চলছে পোশাক প্রদর্শনী

ন্যাশনাল ব্যাংকের ‘সিবিএস টেমেনোস ২২’ সফলভাবে আপগ্রেডেশন

সোশ্যাল ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

বাণিজ্য মেলায় কেনাকাটায় বিকাশ পেমেন্টে মিলছে ক্যাশব্যাক কুপন

সিটি ব্যাংকের আবারও এমডি হলেন মাসরুর আরেফিন

এনসিসি ব্যাংকের নতুন অ্যাসিস্ট্যান্ট অফিসারদের ওরিয়েন্টেশন

প্রিমিয়ার ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

দিনে ২ হাজার কোটি টাকা লেনদেনের মাইলফলকে নগদ

শারীরিক প্রতিবন্ধী নারীদের ক্ষমতায়নে ইবিএল ও বিবিডিএনের চুক্তি

বিকাশে সময়মতো মূল্য পাওয়ায় আখ চাষে আগ্রহ বাড়ছে চাষিদের

সেকশন