রাজধানীর ধানমন্ডি গ্রিন গার্ডেন রেস্টুরেন্টে গত রোববার গ্রিন হারবার প্রপার্টিজ অ্যান্ড বিল্ডার্স লিমিটেডের ‘ক্লায়েন্টস নাইট-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। এ সময় মিরপুরের নতুন সেমি রেসিডেন্সিয়াল প্রজেক্ট ‘চিশতিয়া হাইটস বাই গ্রিন হারবার’-এর নির্মাণকাজের চুক্তি স্বাক্ষরও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গ্রিন হারবার প্রপার্টিজের চেয়ারপারসন মিসেস ইসরাত জাহান, ডিরেক্টর ইঞ্জিনিয়ার খন্দকার নিজামুল এবং ডিরেক্টর কাজী দিলরুবা ইসলাম ছাড়াও ল্যান্ডওনার কাজী ছায়েদুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রিন হারবার প্রপার্টিজ অ্যান্ড বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাফকাত শহীদ মোহাম্মাদ খৈয়াম।