জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাংকিং ক্যারিয়ার ও আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালা পরিচালনা করেছে আইএফআইসি ব্যাংক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সঙ্গে যৌথ উদ্যোগে সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় অডিটরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক রাজ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের সেন্ট্রালাইজড রিটেইল মার্কেটিং ডিপার্টমেন্টের প্রধান ফারিহা হায়দার।
বক্তব্যে ফারিহা হায়দার বলেন, ‘শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি সাম্প্রতিক বছরগুলোতে অন্যতম শীর্ষ নিয়োগদাতা প্রতিষ্ঠান।’ এ সময় আলোচনায় শিক্ষাজীবন থেকে শিক্ষার্থীদের নিজস্ব আর্থিক ব্যবস্থাপনা ও ক্যারিয়ার প্রসঙ্গে গুরুত্বারোপ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ইমরানুল হকের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী আয়োজিত কর্মশালাটি।
আইএফআইসি ব্যাংক সারা দেশব্যাপী অন্তর্ভুক্তিমূলক আর্থিক সাক্ষরতা কার্যক্রম পরিচালনা করে আসছে।