হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং পয়েন্টে দেওয়া যাবে মেটলাইফের প্রিমিয়াম

সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং পয়েন্টে দেওয়া যাবে মেটলাইফের প্রিমিয়াম। ছবি: সংগৃহীত

সিটি ব্যাংক পিএলসির সঙ্গে সম্প্রতি চুক্তি স্বাক্ষর করেছে মেটলাইফ বাংলাদেশ। এ চুক্তির মাধ্যমে মেটলাইফের পলিসি গ্রাহকেরা এখন দেশজুড়ে সিটি ব্যাংকের ৪৯৫টি এজেন্ট ব্যাংকিং পয়েন্টে প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন, যা গ্রাহকদের জন্য আরও বেশি সুবিধাজনক ও স্বাচ্ছন্দ্যময় হবে।

নতুন এই উদ্যোগ মেটলাইফের বিদ্যমান প্রিমিয়াম পেমেন্ট চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। এ চ্যানেলে ইতিমধ্যে অন্তর্ভুক্ত রয়েছে অনলাইন পেমেন্ট, ব্যাংক কাউন্টার, মোবাইল আর্থিক সেবা ও মেটলাইফ গ্রাহক সেবা কেন্দ্র। সিটি ব্যাংকের সঙ্গে এ চুক্তির মাধ্যমে মেটলাইফের লক্ষ্য প্রিমিয়াম পরিশোধকে গ্রাহকের জন্য আরও সহজ করে তোলা এবং প্রতিষ্ঠানটির ক্রমবর্ধমান গ্রাহক, বিশেষ করে যারা গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে বাস করেন, তাঁদের হাতের নাগালে সুবিধা পৌঁছে দেওয়া।

চুক্তিতে সই করেন মেটলাইফ বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ ফিন্যান্সিয়াল অফিসার আলা উদ্দিন এবং সিটি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব করপোরেট ব্যাংকিং নুরুল্লাহ চৌধুরী।

অনুষ্ঠানে মেটলাইফ বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেশনস অফিসার কামরুল আনাম, ডিরেক্টর শরীফ মেহেদী হাসান ও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নাহিদ মৌসুমী। সিটি ব্যাংক থেকে উপস্থিত ছিলেন হেড অব করপোরেট ও ইনস্টিটিউশনাল লায়্যাবিলিটি তাহসিন হক, হেড অব এজেন্ট ব্যাংকিং ডিভিশন মহিবুর রহমানসহ ঊর্ধ্বতন বিভিন্ন কর্মকর্তা।

মেটলাইফ ও সিটি ব্যাংক পিএলসির চুক্তি থেকে গ্রাহকেরা উপকৃত হবেন এবং বিমা সেবার জনপ্রিয়তা আরও বাড়ানো সম্ভব হবে। সেই সঙ্গে এ চুক্তি গ্রাহকদেরকে বিমা পলিসি ব্যবস্থাপনাসহ তাঁদের নিজেদের ও নিজের পরিবারের সদস্যদের জন্য আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে আরও বেশি সহায়ক হবে।

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

ইস্টার্ন ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন

আইডিআরএর প্রতিবেদন: নিয়ম ভেঙে বাকিতে ব্যবসা কন্টিনেন্টাল ইনস্যুরেন্সের

ব্যাংকের নিট মুনাফা ছাড়া উৎসাহ বোনাস বন্ধ

একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের অর্থ ফেরত: নির্দেশনা না থাকায় অনিশ্চয়তা

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকের টাকা ফেরতে নতুন আশা দিলেন গভর্নর

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন: কোটিপতি হিসাব বাড়ছেই

এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১৬ কোটি টাকা জরিমানা

সম্মিলিত ইসলামী ব্যাংক উদ্বোধন বৃহস্পতিবার, তোলা যাবে ২ লাখ টাকা

দেশের সবচেয়ে বড় ইসলামি ব্যাংক পেল চূড়ান্ত অনুমোদন