বিজ্ঞপ্তি
বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে আইএফআইসি ব্যাংক পিএলসি উদ্যোগে ‘প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক’ শীর্ষক বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। গত বৃহস্পতিবার চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে দুটি কম্পিউটার ও ১২০টি বই প্রদানের মধ্য দিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন–আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম। এ সময় আইএফআইসি ব্যাংকের আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক মো. নাজিমুল হক, সেন্ট্রালাইজড রিটেইল মার্কেটিং ডিপার্টমেন্টের প্রধান ফারিহা হায়দার, চট্টগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মরিয়ম বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
পর্যায়ক্রমে এই ক্যাম্পেইনের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে নারীদের প্রযুক্তিগত দক্ষতা ও সৃজনশীলতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করে আইএফআইসি ব্যাংক কর্তৃপক্ষ।