গ্রাহকদের রিটেইল ব্যাংকিং সেবা দিতে চট্টগ্রামের জামালখান শাখায় ‘রিটেইল বিজনেস হাব’ চালু করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক (এআইবি) পিএলসি। সংশ্লিষ্ট গ্রাহকেরা বাড়ি, গাড়ি, ব্যক্তিগত বিনিয়োগসহ বিভিন্ন ব্যাংকিং সুবিধা বিজনেস হাব থেকে পাবেন।
আজ বৃহস্পতিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী প্রধান অতিথি হিসেবে বিজনেস হাবের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী। চট্টগ্রাম জোনাল হেড মোহাম্মদ আযমের সভাপতিত্বে অনুষ্ঠানে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. হাবীব উল্লাহ, মো. শোয়েব ইসলাম চৌধুরী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, রফিকুল ইসলাম এবং আঞ্চলিক শাখা ব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন।