সোশ্যাল ইসলামী ব্যাংকে সম্প্রতি ‘গাইডলাইন ফর ট্রাস্ট ফান্ড ম্যানেজমেন্ট ইন পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সার্ভিসেস’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ প্রধান অতিথি হিসেবে কর্মশালাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট-এর প্রধান খন্দকার মো. শরিফুল আলম এবং ট্রেনিং ইনস্টিটিউটের ইনচার্জ মো. মাহফুজুর রহমান।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টর উপপরিচালক আনোয়ার উল্লাহ। কর্মশালায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগ, শাখা ও উপশাখার কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।