হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

আইডিএলসি ফাইন্যান্সে যাত্রা শুরু করল ‘আইডিএলসি ইসলামিক’

বিজ্ঞপ্তি

আইডিএলসি ফাইন্যান্সে যাত্রা শুরু করল ‘আইডিএলসি ইসলামিক’। ছবি: সংগৃহীত

দেশের সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স পিএলসিতে শরিয়াহ অর্থায়ন উইন্ডো ‘আইডিএলসি ইসলামিক’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। এর উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয় গত মঙ্গলবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে। এতে বিভিন্ন শরিয়াহ বিশেষজ্ঞ, অতিথি, শিল্প খাতের নেতারা এবং প্রধান অংশীদারেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী। এ ছাড়া আইডিএলসি ফাইন্যান্সের চেয়ারম্যান আজিজ আল মাহমুদ, আইডিএলসি ফাইন্যান্সের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিন, সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের (সিএসবিআইবি) চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, আইডিএলসির শরিয়াহ সুপারভাইজরি কমিটির (এসএসসি) চেয়ারম্যান মোহাম্মদ মানজুরে ইলাহী এবং বিভিন্ন শরিয়াহ বিশেষজ্ঞ ও অংশীদারদের উপস্থিতি ও বক্তব্য অনুষ্ঠানের তাৎপর্য বৃদ্ধি করে। সন্ধ্যায় ‘শরিয়তসম্মত অর্থায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন’বিষয়ক একটি বিস্তারিত উপস্থাপনা এবং প্যানেল আলোচনার আয়োজন করা হয়, যেখানে শরিয়াহ অর্থায়ন ও টেকসই উন্নয়নের সঙ্গে আইডিএলসি ইসলামিকের ভূমিকা ও সম্পৃক্ততা নিয়ে আলোচনা করা হয়।

আইডিএলসি ইসলামিক একটি শরিয়তসম্মত অর্থায়নব্যবস্থা, যা আইডিএলসির স্বচ্ছ ও শরিয়াহ-সম্মত আর্থিক সেবা প্রদানের প্রতিশ্রুতির প্রতিফলন। এর মাধ্যমে বাংলাদেশে শরিয়তসম্মত আর্থিক সেবাগুলোর ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা হবে। এসব সেবার মধ্যে রয়েছে মুদারাবা আমানত, যা ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন মেয়াদি ও মাসভিত্তিক আমানত সেবা প্রদান করে। এ ছাড়া শরিয়তসম্মত অর্থায়ন যেমন ইজারা মুনতাহিয়া বিত তামলিক (আইএমবিটি) এবং মুরাবাহা যা ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই), করপোরেট ও ব্যক্তিগত অর্থায়নের প্রয়োজন মেটাতে বিশেষভাবে তৈরি করা হয়েছে।

অনুষ্ঠানে আইডিএলসি ফাইন্যান্সের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিন বলেন, আইডিএলসি ইসলামিক আমাদের শরিয়াহভিত্তিক ও টেকসই আর্থিক সেবা প্রদানের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি আমাদের গ্রাহকদের বহুমুখী চাহিদা পূরণকল্পে সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক সুশাসন এবং শরিয়াহ নীতি পরিপালনের প্রতিশ্রুতি।

আইডিএলসি ইসলামিক একটি দক্ষ শরিয়াহ সুপারভাইজরি কমিটির (এসএসসি) তত্ত্বাবধানে পরিচালিত হয়, যা নিশ্চিত করে যে এর আর্থিক সেবা ও প্রক্রিয়াগুলো শরিয়াহ নীতিমালা অনুসারে পরিচালিত। এই নতুন উদ্যোগ আইডিএলসির স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতার ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

অনুষ্ঠানে আইডিএলসি ইসলামিকের লোগো উন্মোচন করা হয়, যা শরিয়তসম্মত ও টেকসই আর্থিক ব্যবস্থার প্রতি আইডিএলসির প্রতিশ্রুতির প্রতীক। এ ছাড়া অতিথিরা নাশিদ পরিবেশনা উপভোগ করেন এবং আইডিএলসি ইসলামিক নিয়ে তাঁদের প্রত্যাশা ও অভিজ্ঞতা ব্যক্ত করেন, যা এই নতুন আর্থিক প্রস্তাবনার প্রাসঙ্গিকতা ও সময়োপযোগিতাকে তুলে ধরে।

সুপারনিউমারারি পদোন্নতি ঘিরে ব্যাংক খাতে ক্ষোভ

প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেটের ১০ম আসর শুরু

সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান ও ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

সোশ্যাল ইসলামী ব্যাংকের সাফা বন্দর শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

প্রিমিয়ার ব্যাংকের ইসলামিক উইন্ডোজ ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

রেমিট্যান্স কেনায় এক্সচেঞ্জ হাউসকে নতুন শর্ত

ব্যাংকারদের বিদেশ ভ্রমণে অনুমতির প্রয়োজন নেই

এনআরবি ব্যাংকের বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংকের ‘বিজনেস পলিসি ও প্ল্যানিং কনফারেন্স’ অনুষ্ঠিত

সেকশন