অনলাইন ডেস্ক
ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মেহমুদ হোসেন গত ৩০ জুন বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব ফজলে কবির এর নিকট হতে টেকসই ফেয়ার ব্যাংক হিসেবে ‘সাসটেইনেবিলিটি রেটিং রিকগনিশন ২০২০’ সার্টিফিকেট গ্রহণ করেছেন।
টেকসই অর্থায়ন, সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম, সবুজ প্রকল্পে অর্থায়ন ও টেকসই কোর ব্যাংকিং এই সূচকগুলোর ওপর ভিত্তি করে সাসটেইনেবল রেটিং নির্ধারণ করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব এ কে এম সাজেদুর রহমান খান ও আবু ফরাহ মো. নাছের, নির্বাহী পরিচালক জনাব নুরুন নাহার এবং পরিচালক খোন্দকার মোরশেদ মিল্লাত উপস্থিত ছিলেন।