অনলাইন ডেস্ক
প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা সহজলভ্য করতে আজ বুধবার পাঁচটি উপশাখা উদ্বোধন করেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড (এনবিএল)।
নতুন পাঁচটি উপশাখা হলো-গাইবান্ধা বোনারপাড়া উপশাখা, জয়পুরহাট ধামইরহাট উপশাখা, চাঁপাইনবাবগঞ্জ রানিহাটি উপশাখা, ফেনী মহিপাল উপশাখা ও সন্দ্বীপ শিবেরহাট উপশাখা।
ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে একযোগে উপশাখাগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারপারসন পারভীন হক সিকদার।
পারভীন হক সিকদার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল বীর শহীদকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। বিশেষভাবে স্মরণ করেন তাঁর প্রয়াত স্বামী ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জয়নুল হক সিকদারকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেহমুদ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানব সম্পদ বিভাগের প্রধান শেখ আকতার উদ্দীন আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব, ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।