হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

সাউথইস্ট ব্যাংকের ‘বিজনেস পলিসি ও প্ল্যানিং কনফারেন্স’ অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি

সাউথইস্ট ব্যাংকের ‘বিজনেস পলিসি ও প্ল্যানিং কনফারেন্স’ অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

সাউথইস্ট ব্যাংক পিএলসি ব্যবসায়িক অবস্থান মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ‘বিজনেস পলিসি ও প্ল্যানিং কনফারেন্স-২০২৫’-এর আয়োজন করেছে। ব্যবস্থাপনা পরিচালক নূরুদ্দিন মো. ছাদেক হোসাইনের সভাপতিত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানেরা, শাখাপ্রধানেরা, সব উপশাখা এবং অফশোর ব্যাংকিং ইউনিটের প্রধানেরা এই কনফারেন্সে অংশ নেন।

কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান এম এ কাশেম। এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারপারসন রেহানা রহমান এবং সাউথইস্ট ব্যাংকের পরিচালক যথাক্রমে আজিম উদ্দীন আহমেদ, জোসনা আরা কাশেম, দুলুমা আহমেদ, মো. আকিকুর রহমান, নাসির উদ্দিন আহমেদ; এশিয়া ইনস্যুরেন্স লিমিটেডের প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক মুহাম্মদ দেলোয়ার হোসাইন, সিংগেল ক্লিক আইটি সলিউশন প্রাইভেট লিমিটেডের প্রতিনিধি মো. নুরুল ইসলাম এবং স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার এম. মইন আলম ফিরোজী।

কনফারেন্সে ব্যাংকের ২০২৪ সালের সার্বিক কার্যক্রম ও অগ্রগতি নিয়ে পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করা হয়। কনফারেন্সে ২০২৫ সালের জন্য একটি সুসংগঠিত কৌশলগত ব্যবসায়িক নীতি এবং পরিকল্পনা প্রণয়ন নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া ভবিষ্যৎ সম্ভাবনাময় খাতগুলো এবং ব্যাংকের অগ্রগতির জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান এম এ কাশেম বলেন, ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীর ঐকান্তিক প্রচেষ্টা, নিষ্ঠা ও ভালোবাসার কারণে ব্যাংকটি শত প্রতিকূলতার মধ্যেও টেকসই উন্নয়ন অর্জনে সক্ষম হয়েছে। তিনি কর্মীদের এই অবদানের জন্য গভীর প্রশংসা করেন এবং তাঁদের ব্যাংকের প্রতি ভালোবাসা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

এনআরবি ব্যাংকের বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন শুরু

ইবিএল প্রধান কার্যালয়ে ‘আর্থিক তথ্য প্রকাশ’ বিষয়ে কর্মশালা

সেমস-গ্লোবাল ও সিসিপিআইটি টেক্সের আয়োজনে আইসিসিবিতে চলছে পোশাক প্রদর্শনী

ন্যাশনাল ব্যাংকের ‘সিবিএস টেমেনোস ২২’ সফলভাবে আপগ্রেডেশন

সোশ্যাল ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

বাণিজ্য মেলায় কেনাকাটায় বিকাশ পেমেন্টে মিলছে ক্যাশব্যাক কুপন

সিটি ব্যাংকের আবারও এমডি হলেন মাসরুর আরেফিন

এনসিসি ব্যাংকের নতুন অ্যাসিস্ট্যান্ট অফিসারদের ওরিয়েন্টেশন

প্রিমিয়ার ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

সেকশন