বাংলাদেশ কৃষি ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে বন্যার্তদের জন্য সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের বিকেবি কর্নারে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান কার্যক্রমের উদ্বোধন করেন।
বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘবের জন্য প্রাথমিকভাবে ৭০০ প্যাকেট ত্রাণসহায়তা প্রস্তুত করা হয়েছে। এই ত্রাণ কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক জাতীয়তাবাদী ফোরাম।
এ ছাড়া, প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ ১ কোটি টাকা দেওয়া হয়েছে। এ সময় উপ-ব্যবস্থাপনা পরিচালক চানু গোপাল ঘোষ, খান ইকবাল হোসেন, প্রধান কার্যালয়ের সব মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সিবিএর নেতৃবৃন্দ এবং জাতীয়তাবাদী অফিসার্স ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।