করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার নিয়ন্ত্রণে ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সাত দিন বিভিন্ন শর্তে সার্বিক কার্যাবলী ও জনগণের চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।
তবে এর মধ্যে সীমিত পরিসরে চলবে ব্যাংকিং সেবা।
নিষেধাজ্ঞার সাতদিন দেশের তফসিলি ব্যাংকগুলো সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত গ্রাহক লেনদেন করতে পারবে। অর্থাৎ, লেনদেন হবে আড়াই ঘণ্টা, আর ব্যাংক খোলা থাকবে দুপুর ২টা পর্যন্ত।
রোববার ব্যাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন থেকে এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সকল ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে।