সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যার্থে আজ সোমবার প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে সহায়তা প্রদান করেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের কাছে ১০ কোটি টাকার পে-অর্ডারটি হস্তান্তর করেন ব্র্যাক ব্যাংকের পরিচালক ফারুক মঈনউদ্দীন আহমেদ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে অনুষ্ঠানে যোগদান করেন। এ সময় ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও এম মাসুদ রানা, এফসিএ উপস্থিত ছিলেন।