হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন’ অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি  

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ২১: ১৬
আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ২১: ১৬
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন’ অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা এবং ঝুঁকি নিরসনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসির ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সম্মেলন আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ ব্যাংকের সব স্তরে একটি শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা সংস্কৃতি গড়ে তোলার অঙ্গীকার করেন। সম্মেলনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন ডিপার্টমেন্টের (ডিভিশন-২) পরিচালক এ এন এম মইনুল কবির, একই বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ আরিফ হাসান এবং উপপরিচালক রবিন চন্দ্র পাল।

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কে এম আওলাদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, কোম্পানি সচিব মো. হুমায়ুন কবির, এফসিএস এবং চিফ রিস্ক অফিসার প্রণব কুমার রায় সম্মেলনে উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের সব বিভাগীয় প্রধান এবং শাখা ব্যবস্থাপকেরা সম্মেলনে অংশ নেন।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

সোশ্যাল ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন নাজমুস সায়াদাত

ব্র্যাক ব্যাংক চুয়াডাঙ্গা রিডিং ক্যাফেতে ‘কবেজ লেঠেল’ নিয়ে আলোচনা

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

সেনা ইনস্যুরেন্সের সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি সই