হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও কনকর্ড আর্কিটেক্টসের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

বিজ্ঞপ্তি  

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ১৮: ০৭
আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪, ১৮: ০৭
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও কনকর্ড আর্কিটেক্টসের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর। ছবি: সংগৃহীত

কনকর্ড আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র ডেকোর লিমিটেড এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির মধ্যে সম্প্রতি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির গ্রাহকেরা কনকর্ড আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র ডেকোর লিমিটেডের যেকোনো সার্ভিসে বিশেষ মূল্যছাড় উপভোগ করতে পারবেন।

কনকর্ড আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র ডেকোর লিমিটেডের যেকোনো সার্ভিস নিলে ঢাকা আশুলিয়ায় রিসোর্ট আটলান্টিস অথবা চট্টগ্রামের ফয়ে’স লেক রিসোর্টসহ কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেডের বিভিন্ন সার্ভিসে পাবেন আকর্ষণীয় মূল্যছাড়।

অনুষ্ঠানে কনকর্ড আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র ডেকোর লিমিটেডের পক্ষে অনুপ কুমার সরকার, চিফ মার্কেটিং অফিসার, কনকর্ড গ্রুপ এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির পক্ষে তাহসিন শহীদ, হেড অব রিটেইল বিজনেস এই সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন মো. নাজমুল ইসলাম, ম্যানেজার, সেলস অ্যান্ড মার্কেটিং, কনকর্ড আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র ডেকোর লিমিটেড এবং খন্দকার ফয়জুল্লা হেস সামী, হেড অব ডেভেলপার অ্যান্ড ভেন্ডর রিলেশনশিপ; আশরাফুজ্জামান, হেড অব রিটেইল লেন্ডিং, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

সোশ্যাল ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন নাজমুস সায়াদাত

ব্র্যাক ব্যাংক চুয়াডাঙ্গা রিডিং ক্যাফেতে ‘কবেজ লেঠেল’ নিয়ে আলোচনা

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

সেনা ইনস্যুরেন্সের সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি সই