নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের অন্যতম বেসরকারি প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক ভার্চুয়ালি ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২১’ অনুষ্ঠান সম্পন্ন করেছে। ১১ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশনের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী। সম্মেলন সভাপতিত্ব করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মতিউল হাসান।
অনুষ্ঠানে ঝুঁকি ব্যবস্থাপনার ওপর গবেষণাপত্র উপস্থাপন করেন বিআইবিএমের অধ্যাপক মো. নেহাল আহমেদ। রিসোর্স পারসন হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন এর উপমহাব্যবস্থাপক মো. আমিনুর রহমান চৌধুরী, যুগ্ম পরিচালক তন্ময় সাহা এবং উপপরিচালক এস. এম. খালেদ আবদুল্লাহ।
সম্মেলনের সঞ্চালনা করেন মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ জাভেদ তারিক। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জি. ডব্লিউ এম. মোর্তজা, মো. জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহম্মদ, হাসনে আলম এবং মুহাম্মদ মাহমুদ আলম চৌধুরীসহ ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা, সব ডিভিশন, ডিপার্টমেন্ট, ইউনিটসমূহের প্রধান, সব আঞ্চলিক অফিসের প্রধান, সব শাখাপ্রধান, ম্যানেজার অপারেশন ও ক্রেডিট ইনচার্জ, সব উপশাখার ইনচার্জসহ মোট ৪৭০ জন অংশগ্রহণকারী।